ভেনেজুয়েলার প্রধান বিরোধীদলীয় নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো তার দেশটিকে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মিত্র ও জ্বালানি সম্পদের প্রধান কেন্দ্রে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের জনপ্রিয় সঞ্চালক শন হ্যানিটিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
মাচাদো গত ৩ জানুয়ারিকে একটি ‘ঐতিহাসিক দিন’ হিসেবে বর্ণনা করে বলেন যে, ওই দিন মার্কিন অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকের মধ্য দিয়ে ‘ন্যায়বিচারের হাতে স্বৈরাচারের পরাজয়’ নিশ্চিত হয়েছে। তিনি মনে করেন, এই ঘটনা কেবল ভেনেজুয়েলার জন্য নয়, বরং বিশ্বজুড়ে স্বাধীনতা ও মানবিক মর্যাদা রক্ষার পথে একটি বিশাল মাইলফলক।
ভেনেজুয়েলার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাচাদো জানান, মাদুরো পরবর্তী ভেনেজুয়েলা মার্কিন নিরাপত্তা নিশ্চিত করতে লাতিন আমেরিকার অপরাধী চক্রগুলোর কার্যক্রম বানচাল করতে সবচেয়ে বড় মিত্র হিসেবে কাজ করবে। তিনি ভেনেজুয়েলার বাজার উন্মুক্ত করে দেওয়া এবং বিদেশি বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে দেশটিকে মার্কিন জ্বালানি চাহিদার প্রধান কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতি দেন।
একই সঙ্গে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়া লাখো নাগরিককে ফিরিয়ে এনে একটি উন্নত ও শক্তিশালী জাতি গঠনের স্বপ্ন দেখান। মাচাদো জোর দিয়ে বলেন যে, একটি মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তার দল অন্তত ৯০ শতাংশ ভোট পাবে এবং তিনি ‘যত দ্রুত সম্ভব’ দেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন।
বর্তমানে অজ্ঞাত স্থান থেকে নিজের কার্যক্রম পরিচালনা করা মাচাদো নবনিযুক্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের তীব্র সমালোচনা করেছেন। তিনি দেলসিকে ‘নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের হোতাদের অন্যতম’ হিসেবে আখ্যায়িত করেন। যদিও ট্রাম্প প্রশাসন বর্তমানে দেলসি রদ্রিগেজের সঙ্গেই কাজ করার ইঙ্গিত দিয়েছে এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে মতভেদ রয়েছে, তবুও মাচাদো তার অবস্থানে অনড়।
উল্লেখ্য যে, গত শনিবার মার্কিন এলিট ডেল্টা ফোর্সের সদস্যরা কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় এবং বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি রয়েছেন। মাদুরো আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেও মাচাদো এই পরিবর্তনকে ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ হিসেবে দেখছেন।
সূত্র: ফক্স নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


