বিনোদন ডেস্ক : বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমাটি যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম কেবল টিভি ও স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক স্টারস-এ মুক্তি পেয়েছে বাংলাদেশের। স্টারস-এর ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, সিনেমাটি দর্শকদের দেখা শীর্ষ ১০টি সিনেমার একটি। শুধু তাই নয়, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র নির্মাতা আসিফ আকবার পরিচালিত সিনেমাটি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে!
স্টারস-এর ওয়েবসাইটে বলা হয়েছে, ১ ঘণ্টা ৪৮ মিনিটের এই অ্যাকশন ও সাসপেন্সধর্মী সিনেমাটি দেখতে ৫ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। জুলাই মাসে সিনেমাটি স্টারস-এ মুক্তি পায়।
সিনেমাটি নিয়ে প্রযোজক আবদুল আজিজ ফেসবুকে লিখেছেন, ‘এমআর-৯ এখন তালিকায় দুই নম্বরে। সিনেমাটির এই সাফল্য সত্যিই আমাদের জন্য আশীর্বাদের মতো। সিনেমাটি ধারাবাহিকভাবে শীর্ষ দশে রয়েছে।’ স্টারস-এর তালিকায় শীর্ষে রয়েছে হলিউড সিনেমা ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলিম্যানলি ওয়ারফেয়ার’, তিন নম্বরে রয়েছে ‘নাইট শিফট’।
গত বছর ২৫ আগস্ট সিনেমাটি বাংলাদেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পায়। সেই সময় কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৫১টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল।
৮৩ কোটি টাকায় নির্মিত এমআর-নাইন: ডু অর ডাই সিনেমা।
আইএমডিবির তথ্য মতে, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, রাশিয়া, পাকিস্তানসহ ১০টির বেশি দেশে মুক্তি পায় সিনেমাটি। প্রযোজক আবদুল আজীজ জানান, সিনেমাটি আবার সিনেমাটি মুক্তি দিতে চান। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আবার মুক্তি পাচ্ছে এমআর-৯।
গত বছর মুক্তির সময়ে প্রযোজনা প্রতিষ্ঠান দাবি করে, ৮৩ কোটি টাকা ব্যয়ে সিনেমাটি তৈরি হয়েছে। প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট চরিত্র গুপ্তচর মাসুদ রানাকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। তার লেখা ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়। ছবিটির চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।