যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে এ বছর শরতের আবহ যেন থমকে গেছে। অক্টোবরের তাপপ্রবাহ সেখানে নিয়ে এসেছে অস্বাভাবিক গরম আবহাওয়া। আগামী কয়েকদিনে উত্তরাঞ্চলীয় সমতলভূমি ও মিডওয়েস্ট অঞ্চলে ভাঙতে পারে একাধিক তাপমাত্রার রেকর্ড।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহের শেষ দিকে মিনিয়াপোলিসে তাপমাত্রা পৌঁছাতে পারে প্রায় ৯০ ডিগ্রি ফারেনহাইটে, যা বছরের এই সময়ে একেবারেই অস্বাভাবিক।
আবহাওয়া অধিদপ্তরের (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার অঞ্চলটির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০ ডিগ্রি বেশি থাকবে।
সাউথ ডাকোটা থেকে ইলিনয় পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৮০ ডিগ্রির ওপরে থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু স্থানে তাপমাত্রা পৌঁছাতে পারে ৯০ ডিগ্রির কোটায়, যা বছরের এই সময়ে একেবারেই অস্বাভাবিক বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্রবার থেকে সাপ্তাহিক ছুটির মধ্যে দেশটির মধ্যপশ্চিমাঞ্চলে ভাঙতে পারে একাধিক তাপমাত্রার রেকর্ড। মিনিয়াপোলিস, বিসমার্ক (নর্থ ডাকোটা), র্যাপিড সিটি (সাউথ ডাকোটা), মোলাইনসহ বিভিন্ন শহরে তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে।
তথ্য অনুযায়ী, মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায় অক্টোবর মাসে ৯০ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে ইতিহাসে মাত্র তিনবার, ১৮৭২ সাল থেকে আবহাওয়ার তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ এখন আরও ঘন ঘন এবং তীব্র হচ্ছে। এছাড়া, পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকায় এ ধরনের অস্বাভাবিক গরম দীর্ঘ সময় স্থায়ী হওয়ার ঝুঁকিও বাড়ছে।
এই সপ্তাহে যে অস্বাভাবিক গরম পড়ছে, তার কারণ হিসেবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, প্লেইন্স ও মধ্যপশ্চিম অঞ্চলের ওপর স্থায়ীভাবে চাপা রয়েছে উচ্চচাপের বলয়। এ ধরনের উচ্চচাপ এলাকায় দীর্ঘ সময় স্থির থাকলে গরম বাতাস আটকে যায় এবং দিনের পর দিন তাপমাত্রা বাড়াতে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।