আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণের ঠিক আগে শীর্ষ ধনী ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ বিশ্বের সবচেয়ে আলোচিত এই নির্বাচন ঘিরে ভুয়া এবং বিভ্রান্তিকর দাবি পোস্ট করেছেন। তিনি দাবি করেন, এই নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমটি এ বছর ২০০ কোটির বেশি ভিউ অর্জন করেছে। মিথ্যা তথ্য পর্যবেক্ষণকারী একটি অলাভজনক সংস্থার নতুন গবেষণায় এসব উঠে এসেছে।
এক্স-এর মালিক ট্রাম্প চলতি বছরের জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি সমর্থন প্রকাশ করেন। এর মধ্যে দিয়ে মার্কিন রাজনীতিতে তিনি অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত পান। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ বিষয়ক সংস্থা স্পেসএক্স-এ কর্ণধার হিসেবে প্রযুক্তি-বিজ্ঞান ও ব্যবসায়িক ক্ষেত্রে তার খ্যাতি রয়েছে।
এছাড়া ট্রাম্প-পন্থী একটি সুপার প্যাকের আওতায় মার্কিন ভোটারদের ১১৮ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দেন তিনি। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের প্রচারণায় অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি।
তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে মাস্ক প্রচুর রাজনৈতিক বার্তা পোস্ট করেছেন, যার মধ্যে অনেকগুলো ট্রাম্প এবং কট্টর ডানপন্থী রাজনৈতিক ধারণার সমর্থনে দেয়া হয়। জুলাইয়ে ট্রাম্পকে সমর্থন করার পর থেকে এই বার্তাগুলো ১৭১ কোটির বেশি ভিউ অর্জন করেছে বলে সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট জানিয়েছে। গ্রুপটির মতে, একই সংখ্যক দর্শক পেতে রাজনৈতিক প্রচারণায় প্রায় ২ কোটি ৪০ লাখন ডলার খরচ হতো।
সংস্থাটির গবেষণা এক্স-এ মাস্কের নিজস্ব পোস্ট ও রাজনৈতিক প্রচারণার বিজ্ঞাপনের ব্যয়ের ওপর ভিত্তি করে প্রকাশ্য ডেটা বিশ্লেষণের মাধ্যমে করা হয়েছে। অলাভজনক এই সংস্থাটি ২০২৪ সালের নির্বাচনের বিষয়ে মিথ্যা দাবি সংবলিত মাস্কের ৮৭টি নির্দিষ্ট পোস্টের ভিউ সংখ্যা গণনা করেছে। এসব ফ্যাক্ট-চেকারদের মাধ্যমে ভুল প্রমাণিত হয়েছে।
শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে যুবতীর ক্লিভেজ, একা দেখুন ভাইরাল ভিডিও
সিএনএনও এসব ভুয়া ও বিকৃত দাবিগুলোর অনেকগুলো খণ্ডন করেছে, যার মধ্যে মাস্কের ভিত্তিহীন একাধিক দাবি রয়েছে। এর মধ্যে রয়েছে, অবৈধ অভিবাসীরা এই নির্বাচনে গণহারে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।