আন্তর্জাতিক ডেস্ক : জর্জিয়ার স্কুলে ১৪ বছর বয়সী এক ছাত্রের গুলিতে চারজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
জর্জিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সন্দেহ বুধবারেরগুলিচালনার ঘটনার সঙ্গে অভিযুক্তর বাবারও যোগ আছে।
জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন (জিবিআই) সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, অভিযুক্তের ৫৪ বছর বয়সী বাবার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মর্ডার বা হত্যা এবং বাচ্চাদের প্রতি নিষ্ঠুরতা এবং অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগ আনা হয়েছে।
জিবিআই ডিরেক্টর ক্রস হোসে বলেছেন, বাবা জানতেন যে তার ছেলের কাছে অস্ত্র আছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো, তার ছেলের কাজের সঙ্গে বাবাও যুক্ত। তার কারণ, বাবা ছেলের অস্ত্র রাখাকে অনুমোদন করেছিলেন।
গত এপ্রিলে মিশিগানে স্কুলে গুলি চালানোর ঘটনায় আদালত বলে স্কুলে গুলিচালনার ঘটনা ঘটলে বাবা-মা-ও আইনগতভাবে দায়ী থাকবেন। প্রথমবার আদালত এইভাবে বাচ্চার গুলিচালনার জন্য বাবা-মা-কে দায়ী থাকার কথা বলেছিল।
এর আগে ২০২১ সালে অক্সফোর্ড হাইস্কুলে একজন কিশোর গুলি করে তার চারজন সহপাঠীকে হত্যা করেছিল। তার বাবা-মার কারাদণ্ড হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।