যুক্তরাষ্ট্রে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (NWS) নামের এক ধরনের মাংসখেকো পরজীবী কৃমির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবিক পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যে এই পরজীবীতে দুইজন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্ড্রু জে. নিক্সন জানান, ৪ আগস্ট প্রথম রোগীকে শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সম্প্রতি মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে ভ্রমণে গিয়ে আক্রান্ত হয়েছেন। আরেকজন রোগীও মেরিল্যান্ডের বাসিন্দা, যিনি গুয়েতেমালায় ভ্রমণকালে আক্রান্ত হন।
তবে নিক্সনের দাবি, এই পরজীবী যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি নয়। তিনি বলেন, “এনডব্লিউএসের কারণে যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্যে ঝুঁকি খুবই কম।” কিন্তু জীববিজ্ঞানী, খামারি এবং মাংস শিল্পের অনেকেই একমত নন। তাদের দাবি, গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে এই পরজীবীর প্রভাব রয়েছে এবং গবাদি পশুপালনের সঙ্গে জড়িত দুই ডজনেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন।
নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম কী?
নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম মূলত এক ধরনের ডাঁশ মাছির লার্ভা। স্ত্রী মাছিগুলো সাধারণত স্তন্যপায়ী প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফুটে শত শত লার্ভা বের হয়, যাদের ধারালো মুখ দিয়ে তারা মাংস খেতে শুরু করে। চিকিৎসা না পেলে আক্রান্ত প্রাণী বা মানুষ তীব্র যন্ত্রণায় মারা যেতে পারে।
ম্যাগটের সঙ্গে এই কৃমির মিল থাকলেও পার্থক্য হলো— ম্যাগট ত্বকের উপরিভাগে থাকে, আর এনডব্লিউএস মাংসের গভীরে প্রবেশ করে। এজন্য একে অনেকে ‘মাংসের ঘুনপোকা’ও বলে থাকেন।
গবাদিপশুতে ভয়াবহ প্রভাব
প্রথমে টেক্সাস অঙ্গরাজ্যে গবাদিপশুর মধ্যে এ পরজীবীর প্রাদুর্ভাব দেখা দেয়। স্থানীয় খামারিদের তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই অন্তত ২৪ জন মানুষ এতে আক্রান্ত হয়েছেন। সিডিসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় (USDA) জানিয়েছে, এই মাছির প্রজাতি মূলত কিউবা, হাইতি, এল সাভাদর ও ডোমিনিকার প্রজাতন্ত্রসহ মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে এটি নতুন হলেও নিয়ন্ত্রণ করা না গেলে টেক্সাসের প্রায় ১৮০ কোটি ডলারের গবাদিপশু শিল্প ধ্বংস হয়ে যেতে পারে।
গত সপ্তাহে টেক্সাস সফরে গিয়ে কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে এই মাছির প্রজাতি নির্মূলের জন্য সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে।
সূত্র : রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।