Advertisement
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ৩০ জন বাংলাদেশি অভিবাসীকে।
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দেশটিতে গিয়েছিলেন তারা। কিন্তু অবৈধভাবে অবস্থানের অভিযোগে শেষ পর্যন্ত ফেরত আসতে হলো বাংলাদেশে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফেরত আসাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত তিন দফায় ১৮৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
ঢাকার বিমানবন্দরে পৌঁছলেও ফেরত আসা অভিবাসীদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।