বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ৫ থেকে ১৫ হাজার ডলার ভিসা বন্ড বা জামানত দিতে হবে। বন্ডের সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে)। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সব শর্ত মেনে চললে ভিসা বন্ডের ওই অর্থ ফেরত পাবেন ভিসার আবেদনকারী।
এগুলো হল—
১. ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বলে তথ্য রেকর্ড করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি।
২. ভিসাধারী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেননি।
৩. ভিসাধারীকে নির্ধারিত বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ভিসা বন্ড শর্ত ভঙ্গের কিছু কারণও উল্লেখ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে।
এই কারণগুলো ছাড়াও ভিসা বন্ড বাতিল হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
১. ভিসাধারী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বলে তথ্য পায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি।
২. ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভিসাধারী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
৩. ভিসাধারী নন-ইমিগ্র্যান্ট মর্যাদা থেকে অভিবাসী হওয়ার আবেদন করেন, যার মধ্যে অ্যাসাইলামের আবেদনও রয়েছে।
ছুটি বাতিল নয়, সাপ্তাহিক ছুটিতে পড়ায় তালিকায় দেখানো হয়নি : প্রেস উইং
ভিসা পাওয়া ব্যক্তিদের নির্দিষ্ট কিছু পথ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বহির্গমন করতে হবে বলে জানানো হয়েছে। অন্যথায় তাঁদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হতে পারে অথবা তাঁদের দেশত্যাগের তথ্য সঠিকভাবে নথিবদ্ধ না হওয়ার ঝুঁকি থাকবে। নির্ধারিত প্রবেশপথগুলোর মধ্যে রয়েছে, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর (বিওএস), জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) ও ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর (আইএডি)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


