রোহিঙ্গাদের সহায়তায় আরও ১৩২২ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র

জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য আরও ১,৩২২ কোটি টাকা সহায়তা দেবে বলে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন।

রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দেওয়ার পর প্রথমবারের কক্সবাজারের ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য প্রায় ১৫ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘নতুন সহায়তার মধ্যে ১,০৮৭ কোটি টাকা রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত স্থানীয় বাংলাদেশিদের জন্য নেওয়া প্রকল্পে ব্যয় হবে।’

পিটার হাস গত ২৭ থেকে ২৯ মার্চ কক্সবাজার সফর করেন।

নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

এ সময় তিনি স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন এবং সেখানে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য নেওয়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা, অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা ও নিরাপদ খাদ্য বিতরণ প্রক্রিয়া সরেজমিনে দেখেন।

রাষ্ট্রদূত পিটার বলেন, ‘কক্সবাজারের ক্যাম্পগুলো ও স্থানীয় জনগোষ্ঠীতে কর্মরত মানবিক সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতামূলক সম্পর্ক দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।’

শরিয়তপুরে শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী