আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়া রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করতে পারে এমন আশঙ্কার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেছেন, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। তবে এটা তখনই ব্যবহার করবে যখন রাশিয়া ‘অস্তিত্ব হুমকির’ মুখে পড়বে।
এর মধ্যেই ইউক্রেন অভিযোগ তুলেছে, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জাপানের পার্লামেন্টে দেওয়া ভাষণে জাতিসংঘের সমালোচনা করেছেন। বৃহস্পতিবার তিনি ন্যাটোর সম্মেলনে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এদিকে ইউক্রেন বাহিনী এই প্রথমবারের মতো রুশ বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। কিছু এলাকায় সফলতাও পেয়েছে তারা।
রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকোভ গত মঙ্গলবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার পারমাণিক অস্ত্র ব্যবহার প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আমাদের নীতি আছে। এটা প্রকাশ্য। সবাই এটা দেখতে পারে যে, কোন কারণগুলো ঘটলে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার ব্যবহার করবে। ’
পেসকভের এমন মন্তব্যের পর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে মস্কোর এ ধরনের কথাবার্তা অত্যন্ত বিপজ্জনক। পারমাণবিক অস্ত্রের ক্ষমতাধর কোনো দেশের এটা দায়িত্বশীল আচরণ নয়। তিনি বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই বিষয়টি পর্যবেক্ষণ করছি।
গত ২৪ ফেব্র“য়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করে। ২৮ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের রাসায়নিক অস্ত্রভান্ডারে সর্বোচ্চ সতর্কতা জারি করেন। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে কঠোর সমালোচনা হয়। সূত্র: এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।