লাইফস্টাইল ডেস্ক : ভিটামিন সি এর পাওয়ার হাউস বলা হয় লেবুকে। গরমে এক গ্লাস লেবুর শরবত যেমন প্রাণ জুড়ায়, তেমনি বিপাকের হার ভালো রাখে গরম পানিতে মিশিয়ে নেওয়া লেবুর রস। আবার ডাল ও ভর্তার সঙ্গে এক কোয়া লেবু স্বাদ বাড়িয়ে দেয় অনেক গুণ। লেবু দিয়ে কিন্তু আরও নানা ধরনের কাজ করা যায়। গৃহস্থালি পরিচ্ছন্নতা থেকে শুরু করে রূপচর্চায় ব্যবহার করা যায় সাইট্রাস ফল লেবু।
* ফ্রিজে দুর্গন্ধ হলে লেবুর রসে বেশ এক টুকরো তুলা ডুবিয়ে রেখে দিন ফ্রিজের ভেতরে। দুর্গন্ধ দূর হবে সহজেই।
* লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে মুখবন্ধ বয়ামে ফ্রিজে রেখে দিন। লেবুর সুগন্ধযুক্ত এই গুঁড়া ব্যবহার করতে পারবেন সালাদ কিংবা পানীয়তে। এছাড়া রূপচর্চার জন্য তৈরি যেকোনও প্যাকেও এটি ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। লেবুর খোসা গুঁড়া ১ বছর পর্যন্ত ফ্রিজে ভালো রাখতে পারবেন।
* লেবুতে থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। লেবু, মধু এবং অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক বানিয়ে মুখে লাগান। এটি রোদে পুড়ে যাওয়া ত্বক উজ্জ্বল করবে।
* মাছ, মাংস কিংবা আদা-রসুন কাটার পর হাত থেকে গন্ধ যেতে চায় না। ১ কাপ পানিতে একটি লেবুর রস মিশিয়ে হাত ধুয়ে ফেলুন। গন্ধ দূর হবে। লেবু ফালি করে হাতে কচলে নিলেও উপকার পাবেন।
* দরজার লক অথবা বেসিনের কল ঝকঝকে করতে লেবু অর্ধেক করে মোটা দানার লবণ লাগিয়ে ঘষে নিন।
* বেসিন বা রান্নাঘরের কলে আয়রন জমে অনেক সময় পানির ফ্লো কমে যায়। এই সমস্যা সমাধানে লেবু অর্ধেক করে কেটে বেকিং সোডা লাগিয়ে কলের মুখে লাগিয়ে দিন। দড়ি বা টেপ দিয়ে আটকে দিতে পারেন। সারা রাত এভাবে রেখে পরদিন খুলে পরিষ্কার করে নিন।
* প্রাকৃতিক ডিওডরেন্ট হিসেবে লেবু ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। গোসলের পর এক টুকরা লেবু বাহুমূলে ঘষে নিন। ঘামের দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না।
* লেবুর খোসা ছোট টুকরা করে কেটে নিন। ডিটারজেন্টে কাপড় ভেজানোর সময় পানিতে মিশিয়ে নিন এই টুকরো। সাদা কাপড় ঝলমলে হবে।
* বাথরুমের টাইলস ও বাথটাব পরিষ্কার করার জন্য লেবু ব্যবহার করতে পারেন। লেবু অর্ধেক করে উপরে লবণ ছিটিয়ে নিন। এবার লেবুর টুকরা ঘষুন টাইলস ও বাথটাবে। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* পানিতে লেবুর কোয়া, পুদিনা এবং লবঙ্গ ফুটিয়ে বানিয়ে নিন রুম ফ্রেশনার। একটি স্প্রে করার বোতলে ভরে ছড়িয়ে দিন ঘরে। ঘরে থাকবে সুগন্ধ। পোকামাকড়ও থাকবে দূরে।
* চপিং বোর্ডে বিভিন্ন সবজির গন্ধ? লেবুর সাহায্যে খুব সহজেই দূর করতে পারবেন এ ধরনের গন্ধ। চপিং বোর্ডের উপর লবণ ছিটিয়ে দিন। এবার লেবুর টুকরা ভালো করে ঘষে নিন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে মুছে নিন চপিং বোর্ড।
* সাদা কাপড়ে তরকারির দাগ লাগলে লেবুর রস ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে কড়া রোদে শুকান কাপড়। চলে যাবে দাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।