জুমবাংলা ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে এসএসসি পরীক্ষার হলে স্মার্ট ফোন ব্যবহারের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ১১ শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, চলতি এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন সময়ে ওই কেন্দ্রের শিক্ষকদের সহযোগিতায় এমন অসাদুপায় অবলম্বন করার দায়ে ১১ জন শিক্ষক (কক্ষ পরিদর্শক) ও ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা হলেন, উপজেলার অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পলাশ চন্দ্র রায়, ভরিয়া উচ্চ বিদ্যালয়ের আয়শা সিতারা, আব্দুল হাকিম, চন্ডিহারা বালিকা উচ্চ বিদ্যালয়ের কামরুল হাসান, হাবিবা আক্তার, দেউলী জহুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, অঞ্জলী রানী রায়, গাংনগর উচ্চ বিদ্যালয়ের উজ্জ্বল কুমার, আব্দুস সামাদ ও মোকামতলা উচ্চ বিদ্যালয়ের মফিজুল ইসলাম।
অসাদুপায় অলম্বন ও স্মার্ট ফোন ব্যবহারের দায়ে ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের ৩ জন, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের ১ জন ও মহাব্বত নন্দীপুর উচ্চ বিদ্যালয়ের ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
কেন্দ্রের দায়িত্বরত সচিব মো: তোজাম্মেল হক বলেন, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে প্রতিদিন যথারীতি পরীক্ষার্থীদের তল্লালি করে কেন্দ্রে প্রবেশ করে নেয়া হয়। তবে স্মার্ট ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করা খুবই দুঃখজনক ব্যাপার।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান সাংবাদিকদের জানান, পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা শিক্ষকদের সহযোগিতায় স্মার্টফোন দ্বারা প্রশ্নপত্রের ছবি তুলে উত্তরপত্রের জন্য ইন্টানেট ব্যবহার করে বাইরে পাঠিয়ে দেয়। প্রশ্নপত্র পেয়ে বাইরে থেকে উত্তরপত্র পরীক্ষার হলে সরবরাহ করা হয়। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার বিষয়টি টের পেয়ে ৫টি কক্ষ থেকে পরীক্ষার্থীদের কাছে ৫টি স্মার্ট ফোন পাওয়ায় তাদের বহিষ্কার করা হয় এবং তাদেরকে সহযোগিতার জন্য ১১ জন কক্ষ পরদির্শককেও পরীক্ষার চলতি দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়।
কেন্দ্র সচিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই কেন্দ্রের ব্যাপারে স্থানীয়দের বিস্তর অভিযোগ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।