বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেকনো মূলত একটি চাইনিজ মোবাইল কোম্পানি। যার মার্কেট আফ্রিকা, ভারত পাকিস্তান সহ আরো কয়েকটি দেশে রয়েছে। সম্প্রতি দেশের বাজারে বেশ কিছু ফোন নিয়ে এসেছে টেকনো । কম দামে ,আকর্ষণীয় ডিজাইন এবং টেক রিভিউয়ার এর মাধ্যমে ব্যাপক প্রচারের মাধ্যমে গ্রাহকের মাঝে বেশ সাড়া পাচ্ছে। দেশের বাজারে বিক্রি বাড়ার সাথে সাথে টেকনো ব্যবহারকারীদের হতাশ করছে ফোনের পারফরমেন্স।
বিশাল ডিসপ্লেঃ টেকনো ফোনের ডিসপ্লে তুলনামূলক কিছূটা বেশি বড়। অ্যামোলেড ডিসপ্লে হলেও ডিসপ্লের পারফরমেন্স নির্ভর করে রিফ্রেশ রেট এর উপর । যার ফলে অনেকেই ফোনে দীর্ঘক্ষন চ্যাটিং করতে বিরক্ত ফিল করে। মিড বাজেটে ফোনের সাথে কোনপ্রকার গরিলা গ্লাস প্রোটেকশন থাকেনা। আলাদা গ্লাস প্রোটেকশন কিনতে হয়।
নেটওয়ার্ক দূর্বলঃ টেকনো ফোনের নেট স্পিড কিছুটা ধীরগতি। নেটওয়ার্ক সমস্যা এবং মোবাইল ডেটা কাজ করেনা। একই দূরত্বে একই সিমে দুইটি ভিন্ন ফোনে ব্যবহার করলে টেকনো ফোনের নেট স্পিড অনেক কম পাওয়া যায়। তাই যারা ভালো স্পিডের নেট চান, তারা টেকনো কেনার আগের দেখেশুনে কিনবেন।
ভিডিও রেজুলেশন কমঃ ভিডিও দেখার সময় রেজুলেশন কম পাওয়া যায়। কম পাওয়াটা স্বভাবিক। ল্যাগি ইউজার ইন্টারফেসের কারন এত বড় বিশাল ডিসপ্লে ফোনের সাথে ইউটিউব ভিডিও সিংক হয়না। মনে হয় ফেটে ফেটে আছে।
ছবি ফেটে আসেঃ টেকনো ফােনে অনেকেই ছবি ফেটে আসার অভিযোগ জানাচ্ছে। টেকনোর সেলফি ক্যামেরা তেমম সুবিধাজনক না।
অকেজো নোটিফিকেশন লাইটঃ টেকনো স্পার্ক ফাইভ প্রোতে এক নোটিফিকেশন লাইট দেয়া হয়েছে। যেটি শুধুমাত্র চার্জে দিলেই জ্বলে। আর নোটিফিকেশনে কোনপ্রকার সিগন্যাল দেয়না।
চার্জ সময় লাগেঃ টেকনোর মিড বাজেটের ফোন ফাস্ট চার্জার দেয়া হয়না। ফলে চার্জ দিতে প্রচুর সময় লাগে। দ্রুত ব্যাটারি ড্রেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।