বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ। এটি এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, হোটেল-রেস্তোরাঁ, রাস্তাঘাট, বিভিন্ন লোকেশনের এক বিশাল সমাহার। এতে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থানও সরাসরি দেখা যায়। এমনকি পরিচিত ব্যক্তিদের কাছে নিজের অবস্থানের তথ্যও (লাইভ লোকেশন) শেয়ার করা যায়। কিন্তু, অনেকেই গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পরও নির্দিষ্ট বাড়ি বা প্রতিষ্ঠান খুঁজে পান না।
এক্ষেত্রে আপনাকে সহায়তা করবে গুগল ম্যাপসের ‘লাইভ ভিউ’ সুবিধা। এর সাহায্যে ব্যবহারকারীর অবস্থান থেকে নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার রাস্তার আশপাশের ছবিসহ দিকনির্দেশনা দেখা যাওয়ায় সহজেই এ সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে চলুন লাইভ ভিউ সুবিধা ব্যবহারের পদ্ধতি জেনে নেওয়া যাক:
১. লাইভ ভিউ সুবিধা ব্যবহারের জন্য প্রথমেই স্মার্টফোনে গুগল ম্যাপস চালু করে সার্চ বক্সে গন্তব্যের নাম লিখতে হবে।
২. এরপর ‘ডিরেকশন’ নির্বাচনের পর ‘ওয়াকিং’ বাটনে ক্লিক করতে হবে।
৩. এবার নিচে থাকা অপশন থেকে ‘লাইভ ভিউ’ বাটনে ক্লিক করে স্মার্টফোনের ক্যামেরায় আশপাশের ছবি স্ক্যান করলেই, নিজেদের তথ্যভাণ্ডারে থাকা ছবির সঙ্গে সেটি মিলিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার রাস্তার পাশে থাকা বিভিন্ন ভবনের ছবি ফোনের ক্যামেরার মাধ্যমে দেখাবে গুগল। অর্থাৎ চালু থাকা ফোনের ক্যামেরাতেই গন্তব্যে যাওয়ার রাস্তার আশপাশের ছবি দেখার পাশাপাশি ‘অ্যারো চিহ্ন’–এর মাধ্যমে পথের দিকনির্দেশনা দেখা যাবে।
এ ছাড়া চাইলে গন্তব্যের দূরত্ব বা পৌঁছাতে কত সময় লাগবে, তা-ও জানা যাবে। লাইভ ভিউ ‘ওয়াকিং’ মোডে ব্যবহারের সুযোগ থাকায় শুধু পায়ে হেঁটে যাওয়ার সময় ব্যবহার করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।