ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে এবং সব শ্রেণির মানুষের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপত্তা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে যে প্রস্তুতি ও দায়িত্ব পালন প্রয়োজন, তার কোনো ঘাটতি রাখা হবে না।
তিনি আরও জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা অত্যন্ত জরুরি।
এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সেনাবাহিনীর ক্যাম্প সংশ্লিষ্ট কর্মকর্তাসহ নির্বাচন ও নিরাপত্তা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


