উত্তেজক ভিডিও প্রকাশ, উরফির বিরুদ্ধে থানায় অভিযোগ

উরফি জাভেদ

বিনোদন ডেস্ক : অশালীন বা উত্তেজক ছবি বা ভিডিও প্রকাশ করার জন্য বলিউড অভিনেত্রী উরফি জাভেদের বিরুদ্ধে এবার বেনামে অভিযোগ করা হয়েছে দিল্লিতে। ২৩ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

উরফি জাভেদ

১১ অক্টোবর প্রকাশ্যে এসেছে উরফির নতুন গানের ভিডিও ‘হায় হায় ইয়ে মজবুরি’। এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় সামাজিক মাধ্যমে। এ নিয়ে উরফিকে এক হাত নেন দর্শকের একাংশ।

বরের হারানো আংটি খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন

কেউ কেউ উরফিকে বলেন, ‘মহিলার শরীর ঈশ্বরের উপহার। তাই এ ভাবে ন;’গ্ন হয়ে সকলকে দেখাতে পারেন না আপনি।’ উরফির নিন্দা করে কেউ আবার লিখেছেন, ‘নিজেকে আর নিচে নামিয়ো না। ন্যূনতম সম্মান তো বজায় রাখো।’