জুমবাংলা ডেস্ক : বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে রাজধানীতে পাঁচজন নিহতের ঘটনায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায় পেয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে ঠিকাদারকে শাস্তির সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। কমিটির ওই প্রতিবেদন প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৫ আগস্ট রাজধানীর উত্তরার জসীম উদ্দীন মোড়ের দুর্ঘটনার জন্য ঠিকাদারের অবহেলা দায়ী।
গার্ডার দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হলেও চীনা কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। গার্ডার পড়ে পাঁচজন নিহত হয়েছেন যেখানে, বিআরটির সেই অংশের ঠিকাদার চায়না গেঝুবা গ্রুপ কোম্পানি লিমিটেড।
বিআরটির উড়াল সড়ক অংশের ঠিকাদার চীনের আরেক প্রতিষ্ঠান জিয়াংশু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনা ঠিকাদার গত পাঁচ বছরে কখনোই ঠিকভাবে কাজ করেনি আর্থিক সংকটে। কাজ করার মতো পূর্ণ সামর্থ্য তাদের ছিল না।
তদন্ত কমিটি সূত্র জানিয়েছে, জামিনে বেরিয়ে আসা আসামিদের খুঁজে বের করে জবানবন্দি নেয়া ছিল সবচেয়ে কঠিন কাজ। তাদের জবানবন্দি, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় পুরো ঘটনা উঠে এসেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্দেশেই ছুটির দিনে কাজ করছিলেন সাধারণ কর্মীরা। এতে তাদের কোনো দায় ছিল না। এর দায় শুধুমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।