জুমবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপিকে বাজাজ পালসার এন-২৫০ উপহার দিল অটোমোবাইল আমদানিকারক, প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস।
সম্প্রতি উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীকে এটি উপহারস্বরূপ প্রদান করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশের সড়কে ৩৫০ সিসির মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়।
উত্তরা মোটরসের চেয়ারম্যান জানান, আগামী দুই-এক মাসের মধ্যে উচ্চতর সিসির বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল বাজারে আসবে। উচ্চ সিসির বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল আধুনিক ও এর নিরাপত্তা ব্যবস্থাও অনেক উন্নত, এতে দুর্ঘটনার ঝুঁকিও অনেক কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।