বিশ্বের শীর্ষ ৩০০ ইউনিভার্সিটির তালিকায় উত্তরা ইউনিভার্সিটি

UU_WURI_Ranking

জুমবাংলা ডেস্ক : বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ ইউনিভার্সিটির মধ্যে উরি ২০২৪ র‌্যাঙ্কিংয়ে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি। শীর্ষ ২৫-এ রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।

সম্প্রতি প্রকাশিত হওয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ফর ইনোভেশন ২০২৪-এর রিপোর্ট অনুযায়ী তিনটি ক্যাটাগরির মধ্যে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি অবস্থান।

গতকাল শনিবার (৮ জুন) উত্তরা ইউনিভার্সিটির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের শীর্ষ ১০০ ইউনিভার্সিটির মধ্যে উরি র‍্যাঙ্কিংয়ে স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এনগেজমেন্টে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে ১২তম অবস্থানে রয়েছে বাংলাদেশের উত্তরা ইউনিভার্সিটি। এই ক্যাটাগরিতে বাংলাদেশের মধ্যে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান প্রথম। বাংলাদেশের আর কোনও ইউনিভার্সিটি এই ক্যাটাগরিতে নেই। এই ক্যাটাগরিতে শীর্ষ তিনে রয়েছে ফিলিপাইনের ইউনিভার্সিটি অব বাগুইও প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকোর ইউনিভার্সিডাদ দে লাস আমেরিকা। আর তৃতীয় স্থানে রয়েছে উত্তর থাইল্যান্ডের চিয়াং মাই ইউনিভার্সিটি। এই ক্যাটাগরিতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অবস্থান ১৫তম।

বিশ্বের শীর্ষ ১০০ ইউনিভার্সিটির মধ্যে উরি র‍্যাঙ্কিংয়ে সাপোর্ট ফর গ্লোবাল রেজিলেন্স ক্যাটাগরিতে র‌্যাঙ্কিংয়ের দিক থেকে ১৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশের উত্তরা ইউনিভার্সিটি। এখানে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার হাংকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ।

বিশ্বের শীর্ষ ১০০ ইউনিভার্সিটির মধ্যে উরি র‍্যাঙ্কিংয়ে ইনফ্রাস্ট্রাকচার ও টেকনোলজি ক্যাটাগরিতে র‍্যাঙ্কিংয়ে ২২তম অবস্থানে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি।

এই ক্যাটাগরিতে শীর্ষ তিনে রয়েছে চিলির ইউনিভার্সিটিড অস্ট্রাল প্রথম, দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনার পন্টিফিক্যাল ইউনিভার্সিটিড ক্যাথলিক ইউনিভার্সিটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার ইউএনএসডব্লিউ সিডনি ইউনিভার্সিটি। এই ক্যাটাগরিতে বাংলাদেশের মোট সাতটি ইউনিভার্সিটি স্থান পেয়েছে।

উত্তরা ইউনিভার্সিটির এই অর্জনের জন্য উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা ও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী ইউনিভার্সিটি পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

উত্তরা ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। উত্তরা ইউনিভার্সিটিকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, পাশাপাশি উরি র‌্যাঙ্কিং ২০২৪-এ অবস্থান পাওয়ায় বাংলাদেশের অন্য ইউনিভার্সিটিগুলোকে অভিন্দন জানাচ্ছি।