বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। এই অঞ্চল আমাদের কলিজার অংশ। অথচ ইচ্ছে করেই একে পিছিয়ে রাখা হয়েছে, অবহেলা করা হয়েছে। উত্তরবঙ্গকে দারিদ্র্য ও বেকারমক্তু দেখতে চায় জামায়াত।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা সদরের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সব সমস্যার সমাধান সম্ভব। দেশ সেবার সুযোগ পেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১০ দল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ডা. শফিকুর রহমান বলেন, কার্ড দিয়ে নয়, মানুষের ভালোবাসা নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। পাচার করা অর্থ ফিরিয়ে এনে ৫ বছরের মধ্যে দেশ বদলে দেবে জামায়াত। বসন্তের কোকিল হয়ে রাজনীতি করতে চাই না। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


