ভারতের উত্তরপ্রদেশে বিধায়কের কাছে আজব আবদার করলেন যুবক

ind

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রতিনিধিদের কাছে লোকে চাকরি, সরকারি প্রকল্পে সুবিধা কিংবা অর্থ সহায়তার মতো দাবি জানান। কিন্তু ভারতের উত্তরপ্রদেশে বিধায়কের কাছে আজব আবদার করলেন এক যুবক। এ ঘটনা রীতিমতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ind

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, যাত্রাপথে গাড়ির তেল নিতে রাস্তার পাশের এক পেট্রল পাম্পে দাঁড়ায় বিধায়কের গাড়ি।

তখনই ওই পাম্পের কর্মী ৪৪ বছর বয়সী অখিলেন্দ্র খারে বিধায়কের কাছে গিয়ে বলেন, ‘আমাকে বউ খুঁজে দিন।’ অবাক হয়ে বিধায়ক কারণ জানতে চাইলে ওই যুবক বলেন, ‘আপনাকে ভোট দিয়েছি। তাই আপনি আমাকে বউ খুঁজে দেবেন।’

উত্তরপ্রদেশের মাহোবায় একটি পেট্রল পাম্পের কর্মী ও চরখারির বিধায়ক ব্রিজভূষণ রাজপুতের কথোপকথনের ওই ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই মজার ভিডিওটি পোস্ট করেছেন বিধায়ক ব্রিজভূষণ স্বয়ং। ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে থাকা বিধায়ক ব্রিজভূষণের কাছে এসে অখিলেন্দ্র বলেন, তিনি তাঁকে ভোট দিয়েছেন। তাই এবার বিধায়ক যেন তার বিয়ের ব্যবস্থা করে দেন।

বিয়ে না হওয়ার হতাশা থেকেই বিধায়ককে এই আবেদন করেন অখিলেন্দ্র।
প্রথমে এই ধরনের আবদারে বিধায়ক অপ্রস্তুত হলেও পরে অখিলেন্দ্রকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন তিনি। বিধায়ক তার বেতনও জানতে চান। আত্মবিশ্বাসী যুবক জানান, পেট্রল পাম্পে মাসে ৬ হাজার টাকা বেতন পান তিনি। এছাড়াও পারিবারিক সূত্রে ১৩ বিঘা জমি আছে তার।

শীত আসার আগে প্রস্তুতি

অতএব, বর হিসেবে মোটেই খারাপ নন তিনি। ভিডিওর শেষপ্রান্তে হাসি মুখে যুবকের দাবিকে সমর্থন জানান বিধায়ক।