স্পোর্টস ডেস্ক : তিন বিভাগে ব্যর্থতাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের ও হোয়াইটওয়াশের কারণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলেনে এমনটাই জানিয়েছেন ওপেনার সৌম্য সরকার। তবে প্রতিটি ম্যাচে ক্রিকেটাররা সেরাটা দিতে পারলে ফলাফলটা অন্যরকম হতে পারতো বলে মনে করেন তিনি। এছাড়া, এ সিরিজের ভুলগুলো শুধরে পরবর্তী সিরিজে ভালো খেলার লক্ষ্য থাকবে বলে জানান সৌম্য। ওপেনার সৌম্য সরকার বলেন, আমাদের দায়িত্ব থেকে সঠিকভাবে খেলতে পারতাম। তাহলে রেজাল্টটা ভিন্ন হতো। সেই সাথে আমরা সবার জায়গা থেকে খেলতে পারি নাই।
শেষপর্যন্ত হোয়াইটওয়াশ হয়ে শেষ হলো বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। কলম্বোর শেষ ম্যাচটি হয়েছে আরও হতাশার। ১২২ রানের বিশাল ব্যবধানে হেরে ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছে বাংলাদেশ। আর এজন্য নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারার ব্যর্থতাকে দায়ী করেছেন অধিনায়ক তামিম ইকবাল। গতকাল ৩১ জুলাই বুধবার ব্যাট হাতে চরম হতাশার একটি দিন পার করেছে বাংলাদেশ।
সৌম্য সরকারের হাফসেঞ্চুরি ও শেষ দিকে তাইজুল ইসলামের ঝড়ো ব্যাটিং ছাড়া বলার মতো কোনও উপলক্ষ আনতে পারেননি তামিম থেকে শুরু করে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহরা। ম্যাচ শেষে তামিম বলেন, ‘প্রথম দিন থেকে আমি বলে এসেছি দায়িত্ববোধ হলো মূলমন্ত্র। আমি ১২ বছর ধরে খেলছি (জাতীয় দলে), অন্যরাও লম্বা সময় ধরে খেলছে। সবচেয়ে হতাশাজনক হলো, আমরা কেউই দায়িত্ব নিতে পারিনি, যখন কিনা দলের আমাদের প্রয়োজন ছিল।
এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে এবং ফিরে আসতে হবে শক্তিশালী হয়ে।’ এ সময় নিজের পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, ‘সেই বিশ্বকাপ থেকে আমি নিজেকে শুধু নিচের দিকেই নিয়ে যাচ্ছি। ব্যাপারটা এমন নয় যে, আমি চেষ্টা করছি না। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি, হয়তো সেটা যথেষ্ট হচ্ছে না।’ এ সময় তামিম বললেন, ‘পেছনে ফিরে গিয়ে ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে, সেগুলো নিয়ে কাজ করে শক্তভাবে ঘুরে দাঁড়ানোটা খুব জরুরি।’
তবে এই ব্যর্থ সফরেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তামিম, ‘সবচেয়ে ইতিবাচক দিক ছিল তাইজুল ইসলাম। গত দুই ম্যাচে ও যেভাবে বল করেছে, সেটা আমাদের ভীষণ দরকার ছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।