ধর্ম ডেস্ক : কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি এমন একটি ইবাদত যা আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। কোরবানি দানকারী মূলত হজরত ইবরাহিম (আ.) ও মহানবী মুহাম্মাদ (সা.)-এর সুন্নাতকে বাস্তবায়ন করেন। পশু জবাইয়ের মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।
Table of Contents
এককভাবে কোরবানি: উত্তম পন্থা
যদি কারো সামর্থ্য থাকে, তবে এককভাবে একটি পশু কোরবানি করা সর্বোত্তম। ছাগল, ভেড়া বা দুম্বা—এই পশুগুলোর কোরবানি শুধুমাত্র একজনই করতে পারবেন। এগুলোর ক্ষেত্রে একাধিক ব্যক্তি শরিক হয়ে কোরবানি দেওয়া সহিহ হবে না।
যৌথভাবে কোরবানি: বৈধতা ও শর্ত
যেসব পশু বড় আকারের যেমন গরু, মহিষ ও উট—এই পশুগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন ব্যক্তি মিলে একটি পশু কোরবানি করতে পারবেন। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন:
“গাভি ও উট সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে।” (আবু দাউদ: ২৭৯৯)
সাহাবিদের আমল থেকেও এই নিয়ম প্রমাণিত। যেমন হজরত জাবের (রা.) বলেন:
“আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সাথে হজ করেছিলাম। তখন আমরা সাতজন মিলে একটি গরু ও একটি উট কোরবানি করেছি।” (সহিহ মুসলিম, হাদিস: ১৩১৮)
শরিকদের নিয়ত: কোরবানির সহিহতার পূর্বশর্ত
যৌথ কোরবানিতে অংশগ্রহণকারী সকলের নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যদি কেউ কেবল মাংস পাওয়ার উদ্দেশ্যে শরিক হন, তাহলে সেই কোরবানি সহিহ হবে না। তেমনি কোনো অমুসলিম ব্যক্তি কোরবানিতে শরিক হলে সেটিও গ্রহণযোগ্য হবে না।
অংশ নির্ধারণের নিয়ম
- উট, গরু ও মহিষ—এই তিন প্রজাতির যেকোনো একটিতে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবেন।
- অংশীদারদের কারো অংশ এক-সপ্তমাংশের কম হতে পারবে না।
- সাতের চেয়ে কম যেমন দুই, তিন, চার, পাঁচ বা ছয়জনেও কোরবানি বৈধ, কিন্তু সাতের বেশি হলে কারো কোরবানি গ্রহণযোগ্য হবে না।
সূত্র: বাদায়েউস সানায়ে ৫/৭০; কাযিখান ৩/৩৪৯
গরিব ও ধনীর ক্ষেত্রে শরিক হওয়ার বিধান
যদি কোনো ধনী ব্যক্তি গরু, মহিষ বা উট একা কোরবানি করার উদ্দেশ্যে ক্রয় করেন, তবে অন্য কাউকে শরিক করা বৈধ হলেও একা কোরবানি করাই উত্তম। আর যদি শরিক করেন, তবে তার অংশের অর্থ সদকা করা উত্তম।
অপরদিকে, যদি কোনো গরিব ব্যক্তি, যার ওপর কোরবানি ফরজ নয়, কোরবানির নিয়তে পশু ক্রয় করেন, তাহলে সেটি পুরোপুরি আল্লাহর নামে নির্ধারিত হয়ে যায়। সেক্ষেত্রে পরে অন্য কাউকে শরিক করা জায়েজ নয়। যদি করেও ফেলেন, তবে সেই অংশের মূল্য সদকা করে দিতে হবে।
তবে যদি পশু ক্রয়ের সময়ই শরিক হওয়ার নিয়ত করে রাখেন, তাহলে শরিক হওয়া বৈধ।
সূত্র: হেদায়া ৪/৪৪৩; কাযিখান ৩/৩৫০–৩৫১
গোশত বণ্টনের নিয়ম
যৌথ কোরবানিতে গোশত ওজন করে বণ্টন করতে হবে। অনুমান করে ভাগ করা যাবে না। এতে কারো প্রাপ্য কম-বেশি হলে পুরো কোরবানি ত্রুটিপূর্ণ হয়ে যেতে পারে।
সূত্র: আদ্দুররুল মুখতার ৬/৩১৭; কাযিখান ৩/৩৫১
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।