আন্তর্জাতিক ডেস্ক : লোকে বলে ভাগ্যের চাকা ঠিক একসময় ঘোরে। তাই চিরকাল যে কোনো মানুষের একই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। তবে এই কথাটা আদৌ সত্যি কিনা সেটা তর্কের বিষয়। তবে বাস্তবে এ কথাটা কিছুটা হলেও মিলে গেছে কোচবিহারের এক বাসিন্দা জীবন ঘোষের জীবনে।
লটারির টিকিট কেটে তিনি জিতেছেন এক কোটি টাকা। দীর্ঘ সময় ধরে আর্থিক কষ্টের সঙ্গে যুদ্ধ চালিয়ে গিয়েছেন তিনি। লোন নিয়ে একটি অটো কিনেছেন। এ ছাড়াও কোচবিহার ক্যানসার সেন্টারের একজন কর্মী তিনি। তাই অবসর সময়ে অটো চালানোর মাধ্যমেও অর্থের যোগান করেন সংসার চালানোর জন্য। তবে লটারি টিকিটে এক কোটি টাকা জিতেও অটো চালানো বন্ধ করেননি তিনি।
জীবন ঘোষ জানান, ‘দীর্ঘ সময় ধরে ব্যাপক অর্থ কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয়েছে তার। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে গেছেন সংসারকে ঠিক মতো পরিচালনা করার জন্য। গোটা এলাকায় তার বাড়ি বাদে বাকি সব বাড়ি দোতলা কিংবা তিন তলা।
এখনও পর্যন্ত তিনি টিনের চাল দেওয়া ঘরেই বসবাস করেন। তবে তার মনেও ইচ্ছে ছিল পাকা ছাদের বাড়িতে তিনি থাকবেন। এতদিনে তার সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে। তাই তিনি অনেকটাই খুশি। তবে এখনও পর্যন্ত লটারির মাধ্যমে জয় করা টাকা তিনি হাতে পাননি। তবে এই টাকা পেলে তিনি কিছু টাকা সামাজিক উদ্যোগেও খরচ করতে চান।’
জীবন ঘোষের স্ত্রী সোমা ঘোষ জানান, ‘দীর্ঘ সময় ধরে ব্যাপক আর্থিক কষ্টের মধ্যে সংসার চালাতে হয়েছে তাদের। তবে এই কষ্ট সহ্য করেই সংসার চালিয়ে গেছেন তিনি। তবে এবার তার দিকে ভগবান মুখ তুলে চেয়েছেন। তাই কিছুটা হলেও তাদের আর্থিক কষ্ট দূর হবে। এবার তাদের ঘরও পাকা হবে। তবে ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্যেও কিছু অর্থ তারা জমিয়ে রাখবেন। যাতে তাদের ভবিষ্যতে আর কোনো ধরনের কষ্টের মধ্যে পড়তে না হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।