কুষ্টিয়ার তানজিল শেখ ৯ মাস ধরে লিবিয়ায় বন্দি ছিলেন। সেখানকার দালালরা তাকে বন্দি রেখে অসহ্য নির্যাতনের ভিডিও পাঠাত পরিবারের কাছে। ওই ভিডিও পাঠানোর পর ভুক্তভোগী তানজিলের পরিবারের কাছে দাবি করা হতো লাখ লাখ টাকা। যা জোগাড় করতে ভুক্তভোগীর পরিবার পাগলের মতো ছুটে বেড়াত।
নিজেদের সবকিছুর বিনিময়ে পাঠানো টাকা শেষ হলে ভুক্তভোগীর বোন ভাইকে বাঁচাতে ভিক্ষা করেছেন। আজ লিবিয়া থেকে ফেরার পর বিমানবন্দরে ভাইকে দেখে তাই কান্না ধরে রাখতে পারেনি শারমিন আক্তার তানিয়া। ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
ভাইকে ফিরে পেয়ে শারমিন আক্তার তানিয়া বলেন, ‘তোরা কি টাকা দিবি, আজকেই টাকা দিবি, নয়তো তোর ভাইকে মেরে ফেলব।
মানুষের কাছে ভিক্ষা করে টাকা নিয়ে আমার ভাইকে বাঁচাইছি। ৩৬ লাখ টাকা শেষ হয়ে গেছে। এখন আমাদের বস্তিতে থাকা ছাড়া আর কোনো জায়গা নেই। কেউ ৫ টাকা দিয়ে বলছে যে, এই পাঁচ টাকা নাও তবুও আমি নিয়েছি।
ওরা আমার ভাইকে মেরে ভিডিও কলে দেখাত, ওটা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমার ভাইকে আমি ফিরে পাইছি। ওই দালালের বিচার চাই আমি। ওরা আমাদের ১ মিনিট ১০ সেকেন্ট একরম ভিডিও করে আমাদের দেখাত। সবসময় আমাদের কাছে টাকা চাইত।
উল্লেখ্য, আজ বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৬২ বাংলাদেশি। যাদের মধ্যে তিনজন মাফিয়াদের হাতে বন্দি ছিলেন এবং নির্যাতনের শিকার হোন। আর বাকিরা বিভিন্ন কারণে দেশটিতে আটকা পড়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।