বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পরিবেশ দূষণ কমাতে জ্বালানির বিকল্প পথ এখন বিদ্যুৎ চালিত গাড়ি ও মোটর বাইক। সব দেশেই এই সবুজ যানবাহন ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে। এরই সাথে যেহেতু মূল্যবৃদ্ধির বাজারে পেট্রল চালিত গাড়ি ব্যবহার করা খরচ সাপেক্ষ তাই ব্যবহারকারীরাও ঝুঁকছেন ইলেকট্রিক যানবাহনের প্রতি।
তবে এরই মাঝে নজর কাটছে এক অভিনব উদ্ভাবন। ইলেকট্রিক বাইক গাড়ির পাশাপাশি জনপ্রিয়তা পাচ্ছে সাইকেল। বড় বড় বাইকের মাইলেজকে হার মানাচ্ছে ই-সাইকেল। এরই পাশাপাশি সম্প্রতি এমন একটি ই-সাইকেল সামনে এসেছে যা ফোল্ড করাও সম্ভব হবে। যেখানে সেখানে ক্যারি করাও যেমন সহজ হবে তেমন থাকবে না পার্কিংয়ের অসুবিধা…
এমনই অভিনব ফোল্ডেবল দুটি ইলেকট্রিক সাইকেল ভারতের লঞ্চ করেছে EMOTORAD কোম্পানি। এই দুটি ইলেকট্রিক সাইকেল এর নাম Doodle ও Svitch Lite XE. কোম্পানির দাবি অনুযায়ী আর্বান রাইডিংয়ের পাশাপাশি পাথুরে জমিতে মাউন্টেন সাইকেল হিসেবেও ব্যবহার করা যাবে সাইকেল দুটি।
চলুন দেখে নেওয়া যাক আর কি কি অত্যাধুনিক বৈশিষ্ট্য থাকছে সাইকেল দুটিতে-
এই ইলেকট্রিক সাইকেলের রয়েছে ৩৬v ১০.৪ এএইচ লিখিয়াম আয়ন ব্যাটারি প্যাক। ৩৬v ২৫০w রিয়ার হাব মোটর। এছাড়াও সংস্থা থেকে জানানো হয়েছে এই সাইকেলের ব্যাটারি রিমুভেবল। সংস্থার দাবি এই সাইকেলের ব্যাটারি 0 থেকে 80% চার্জ হতে সময় নেয় তিন ঘন্টা।
এছাড়াও গাড়িতে থাকছে Shimano 7 স্পিড শিফটার। যে তথ্য জানানো হয়েছে সেই অনুযায়ী সাইকেলের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘন্টা। এবং এই দুই চাকা ফুল চার্জে 35 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম। EMOTORAD DOODLE V2 এর দাম রাখা হয়েছে ৪৯ হাজার ৯৯৯ টাকা।
Svitch Lite XE- এই ইলেকট্রিক সাইকেলে রয়েছে ৩৬v ১০.৪ এএইচ লিখিয়াম আয়ন ব্যাটারি প্যাক, ৩৬v ২৫০w মোটর। এতেও থাকছেShimano 7 স্পিড শিফটার। থাকবে পাঁচটি মোডের PAS. সংস্কার দাবি অনুসারে সাইকেলটি ফুল চার্জে 80 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। ৫ ধরনের রঙের অপশন পাবেন এটি। যার দাম পড়বে ৭৪৯৯৯ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।