ভেলায় চড়ে পুকুরে মাঝে ঝাকি জাল ‍দিয়ে বিশাল বড় মাছ ধরলেন বৌদি

মাছ-ধরল

জুমবাংলা ডেস্ক : জাল বাংলাদেশের প্রাচীন মাছ ধরার কৌশল। তম্মধ্যে ঝাঁকি জাল অন্যতম। ঝাঁকি জালের উপরের প্রান্তে সরু রশি বাঁধা থাকে। জালের নিচের দিকে লোহার ছোট ছোট কাঠি যুক্ত করা হয়। যাতে পানিতে জাল ফেললে তাড়াতাড়ি ডুবে যেতে পারে।

মাছ-ধরল

সোশ্যাল মিডিয়ায় এখন আশ্চর্যজনক ঘটনা দিলেই ভাইরাল হয়ে যায়। সেটা নাচ, গান, মাছ ধরা, সাপ ধরা কিংবা অশ্লীল ভিডিও হতে পারে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাছের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি ব্যাপক সাড়া ফেলেছে। প্রশংসা করছেন নেটিজনরাও। সম্প্রতি ভেলায় চড়ে পুকুরে মাঝে ঝাকি জাল ‍দিয়ে বিশাল বড় মাছ ধরার একটি ভিডিও ভাইরাল হয়েছে, দেখুন সেই ভিডিওটি :

পুকুরের টাটকা মাছের এই রেসিপি থাকলে সকলে আঙ্গুল চাটবেই ll Amazing Pond Fishing & Cooking Fish Curry

ভিডিওটি সোস্যাল মিডিয়ায় আসার সাথে সাথে ব্যাপক সাড়া পেয়েছে।