বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসে ‘তোমায় পাবো কি?’ শিরোনামে একটি নাটক নিয়ে আসছেন দুই তরুণ অভিনয় শিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।
নাটকটির রচয়িতা সাজ্জাদ হোসেন বাপ্পি। নাটকটির পরিচালনাও তিনিই করেছেন। এক বিজ্ঞপ্তিতে বাপ্পি জানিয়েছেন, চট্টগ্রামের সিআরবি, বাটালি হিল, পতেঙ্গা, চারুকলাসহ আরো কয়েকটি জায়গায় গত ১৩ থেকে ১৭ জানুয়ারি নাটকের দৃশ্যধারণের কাজ চলেছে।
গল্প নিয়ে নির্মাতা জানান, রুদ্র এবং চিত্রা নামের দুই তরুণ তরুণীর গল্পে তিনি নাটকটি বানিয়েছেন। বাপ্পি বলেন, গায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে বেশ কষ্ট করতে হচ্ছে রুদ্রকে। তার অপেক্ষা একটা জুতসই সুযোগের, যা তাকে তারকা বানিয়ে দিবে। এদিকে, চিত্রা নামের মেয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেম রুদ্রের। চিত্রার বাড়ি থেকে বেকার বলে মেনে নেয়নি রুদ্রকে। অস্ট্রেলিয়া পাড়ি জমান চিত্রা। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে চিত্রা দেখেন রুদ্র গানের বড় তারকা বনে গেছেন। রুদ্রর সঙ্গে দেখা করতে চায় সে।
রুদ্র এবং চিত্রার আদৌ আর কোনোদিন দেখা হবে কী না, সেই ঘটনাই দেখাবে ‘তোমায় পাবো কি’ নাটকটি। রুদ্র চরিত্রে অভিনয় করেছেন রোহান এবং চিত্রা চরিত্রে তটিনী। বাপ্পীর কথায় এই নাটকটি তার কাছে নতুন ‘এক্সপেরিমেন্ট’।
তিনি বলেন, আমার এখন পর্যন্ত সবচেয়ে আদর ও যত্নে বানানো নাটক এটি। মায়া আর আবেগ দিয়ে নির্মাণের চেষ্টা করেছি। লেখা থেকে শুরু করে এখন পোস্টের কাজ অবধি রুদ্র ও চিত্রাকে আমার মনের ভেতরে ধারণ করে রেখেছি। দর্শকরা আমাদের কাজ পছন্দ করলেই সব কষ্ট সার্থক হবে।
পরিচালক জানিয়েছেন, ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারিতে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘তোমায় পাবো কি?’ নাটকটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।