বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: উহানে ১০ হাজার কোটি ইউয়ান বা ১ হাজার ৫৭০ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে ২০২৫ সাল নাগাদ মহাকাশ শিল্প গড়ে তোলার ঘোষণা দিয়েছে চীন। উহানকে স্যাটেলাইট উপত্যকা হিসেবে গড়ে তোলারও ঘোষণা দিয়েছে দেশটি। খবর ইটি টেলিকম।
পরবর্তী সময়ে এ খাতের উন্নয়নে অন্য শহরগুলোও এ পরিকল্পনায় যোগদান করবে। সম্প্রতি এক বিবৃতিতে শহরটির প্রশাসন জানায়, স্যাটেলাইট, রকেট ও মহাকাশযান তৈরির সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিটি প্রকল্পের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে উহান ৫ কোটি ইউয়ানের বেশি আর্থিক প্রণোদনা দিচ্ছে।
উপকূলীয় শহরগুলোর দেয়া উচ্চাভিলাষী পরিকল্পনার তুলনায় দেশের ভেতরের শহরে এ পরিমাণ অর্থের বিনিয়োগকে অনেকেই সাধারণভাবে গ্রহণ করছেন। তাদের ধারণা, এতে ২০৩০ সালের মধ্যে বড় মহাকাশ শক্তিতে পরিণত হওয়ার পথে চীনে বড় অগ্রগতি হবে।
চীন এমন কিছু বাণিজ্যিক স্যাটেলাইট তৈরি করতে চায়, যেগুলো উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সেবা থেকে কয়লা চালান ট্র্যাকিং করার সেবাও দিতে পারবে। উহান সরকার প্রতিষ্ঠানগুলোকে স্থানীয়ভাবে তৈরি করা যন্ত্রপাতি, সফটওয়্যার এবং সেবা বেশি বেশি ব্যবহারে উৎসাহিত করবে। যদি কোনো প্রতিষ্ঠান উচ্চ কক্ষপথ ও নিম্ন কক্ষপথের স্যাটেলাইট এবং মহাকাশযান তৈরির ক্ষেত্রে ১০ শতাংশের বেশি স্থানীয় পণ্য ব্যবহার করে, তাহলে দেড় কোটি ইউয়ান আর্থিক প্রণোদনা পাবে। আর যদি এসব পণ্য ব্যবহার ৩০ শতাংশের বেশি হয়, তাহলে সেসব প্রতিষ্ঠান ৫ কোটি ইউয়ান আর্থিক প্রণোদনা পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।