হিমালয়ের ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা কুরতুলাইন বালুচ। গত ৪ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের দিওসাই ন্যাশনাল পার্কে এ ঘটনা ঘটে।
পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, গায়িকা কুরতুলাইন বালুচ ‘কিউবি’ নামেও পরিচিত। গত বৃহস্পতিবার রাতে দিওসাই ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করার সময় বিরল প্রজাতির ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হন এই গায়িকা। এ ঘটনার পর কর্তৃপক্ষ দিওসাই এলাকায় ক্যাম্পিং নিষিদ্ধ ঘোষণা করেছে।
একটি গানের চিত্রগ্রহণের জন্য দুই সঙ্গীকে নিয়ে বারা পানি এলাকায় ক্যাম্পিং করছিলেন কিউবি। এমন সময় ভাল্লুকটি আক্রমণ করে তার উভয় হাতে কামড় ও নখের আঁচড় দেয়। তবে তার ক্যামেরাম্যান ও অপর সঙ্গী অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন গিলগিট-বালতিস্তান (জিবি) পুলিশের মুখপাত্র গুলাম মুহাম্মদ।
গায়িকার চিৎকারে ভাল্লুকটি পিছিয়ে যায় এবং পাশে অবস্থানরত বন বিভাগের কর্মীরা দ্রুত ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দেন। তারপর দ্রত তাকে স্কারদুর আরএইচকিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন—গায়িকা এখন বিপদমুক্ত।
এ ঘটনার পর জিবি সরকার দিওসাই ন্যাশনাল পার্কে রাতের ক্যাম্পিং নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন—“ভবিষ্যতে কোনো পর্যটক বা ভ্রমণকারী রাতের বেলায় পার্কে ক্যাম্পিং করতে পারবেন না। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।”
বিরল ব্রাউন ভাল্লুক দিওসাই অঞ্চলের স্থানীয় প্রজাতি, খাদ্যের সন্ধানে প্রায়ই বারা পানি এলাকায় চলে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।