স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে ৮৯ রানে হারানোর ম্যাচে তাসকিন আহমেদ দারুণ বোলিং করেছেন। লাহোরের রসকষহীন সাদামাটা উইকেটেও তার বোলিং ছিল চোখে পড়ার মতো। এশিয়া কাপের ম্যাচটিতে ৮.৩ ওভার বল করে ৪৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তাসকিন।
নতুন বলে প্রথম স্পেলে ৩ ওভারে ১৫ রান দিলেও উইকেট পাননি তাসকিন। তবে পুরোনো বলে দ্বিতীয় স্পেলে রহমত শাহকে তুলে নেন তিনি। ৪০তম ওভার শেষে তৃতীয় স্পেলে বোলিংয়ে আনেন অধিনায়ক সাকিব আল হাসান। এসেই মোহাম্মদ নবীকে তুলে নেওয়ার পর ৪৫তম ওভারে তিন বলের ব্যবধানে মুজিব উর রেহমান ও রশিদ খানকে তুলে নিয়ে আফগানিস্তানের ইনিংস মুড়িয়ে দেন তাসকিন।
ম্যাচ শেষে তাসকিন বললেন, ‘আমি সব সময় লেংথ অদলবদল করে বল করার চেষ্টা করেছি। সামনেও বল করেছি। এমন উইকেটে কাজটা সহজ নয়, তাই আত্মবিশ্বাসটাও বেড়েছে।’ ‘যেকোনো উইকেটে বোলারদের জন্য লেংথই মূল ব্যাপার। আমার শক্তির জায়গা হলো লেংথের সঙ্গে খানিকটা সিম মুভমেন্ট। আজ উইকেট একদমই ফ্ল্যাট ছিল। ভেবেছিলাম গতি হয়তো তেমন কাজে আসবে না, তাই লেংথ অদলবদল করে বল করেছি।’
শরীফুল ইসলামকেও প্রশংসায় ভাসিয়েছেন তাসকিন। তিনি বলেছেন, ‘হ্যাঁ, সে সত্যিই দারুণ বল করেছে। আমাদের সব বোলারই আজ খুব ভালো করেছে। সব মিলিয়ে আজ দলের পারফরম্যান্স দারুণ ছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।