বিনোদন ডেস্ক : ঢালিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী পূজা চেরি। কাজ বা ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই থাকেন আলোচনায়। দিন কয়েক আগেই এক ব্রাইডাল ফটোশুট নিয়ে আলোচনায় আসেন পূজা।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পূজা চেরির আসন্ন কাজ নিয়ে প্রশ্ন করা হয়। সে সময় পূজা চেরি বলেন, ‘নতুন কাজ নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমি অতীতেও বলে এসেছি, এখনও বলছি যে আমি ভালো কাজের প্রতি লোভী। ভালো কাজ করতে সবাই চায়, আমিও তার ব্যতিক্রম নই।’
সেই সঙ্গে আরও বলেন, ‘কাজ করলে ১০০-২০০ কাজ করা যায়। যেকোনো একটা কাজ করা যায়। তবে এখন আমি চাইছি না যেকোনো একটা কাজ দিয়ে দর্শকের সামনে হাজির হতে। আমি চাচ্ছি ভালো কাজ করতে। যদি ভালো কিছু পারি করব তা না হলে ঘরে বসে থাকব আর নিজেকে ও পরিবারকে সময় দেব। আশা করি ভালো কিছু নিয়েই দর্শকের সামনে আসব।’
নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। কয়েক মাস আগে এক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এসবে তোয়াক্কা না করে নিজ গতিতে এগিয়ে চলেছেন এ নায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।