ভালবাসার মানুষকে কী বলে ডাকেন এই তারকারা

তারকাদের ব্যক্তিগত জীবন

বিনোদন ডেস্ক : আপনার মতো তারকারাও কিন্তু সঙ্গীদের ডাকেন কিছু বিশেষ নামে। চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক।

তারকাদের ব্যক্তিগত জীবন

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ঝোঁক কার না থাকে! সেখানে যদি ঘরের নাম জানার সুযোগ মেলে তাহলে তো ক্ষতিই নেই। বলিউডের তারকা জুটি বললেই যাঁদের নাম আপনাদের মাথায় আসে, তাঁদের ভালোবাসার নাম আজ জানাব আপনাদের।

যারা প্রিয়াঙ্কা-নিককে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তাঁরা জানেন পিগি চপস ভালোবেসে বরকে ডাকে জান নামে। সোশ্যাল মিডিয়া পোস্টেও এই নামই উল্লেখ করে থাকেন অভিনেত্রী বারবার।

আলিয়া ভাটকে তাঁর বন্ধুরা ভালোবেসে ডাকে ‘আলু’ নামে। আর তাই তো রণবীরও এই নামেই ডাকেন বউকে।

সুপারস্টার হাজবেন্ড শাহিদকে একগুচ্ছ ডাক নাম দিয়েছেন মিরা রাজপুত। যার মধ্যে রয়েছে ‘শাদু’, ‘টমি’।

অক্ষয় বউ টুইঙ্কলের ডাক নাম ‘টিনা’ এতটাই পছন্দ করেন যে সেই নামই ট্যাটু করিয়েছেন নিজের কাঁধে, দুই ছেলে-মেয়ের নামের সঙ্গে।

অর্জুন করণ জোহরের শো-তে এসে জানিয়েছেন ‘মালাইকা’ নামটা তাঁর এতই পছন্দ যে তিনি বান্ধবীকে এই নামেই ডাকেন। যদিও মাল্লা জানিয়েছেন বয়ফ্রেন্ড তাঁকে ভালোবেসে ডাকে ‘Mad Hatter’।

অনুষ্কা শর্মার পরিবার তাঁকে ভালোবেসে ডাকে ‘নুশেশ্বর’ বলে। আর এটাকে আরও ছোট পরে নিয়েছেন বিরাট। বউকে ডাকেন ‘নুসকি’।

নেটমাধ্যমে ছবি শেয়ার করে করিনা লিখেছেন, ‘সমুদ্র সৈকতে জ্যাকেট আর চুমু.. দ্য ইংলিশ চ্যানেল।’ পতৌদি দম্পতি এই ছবি শেয়ার করতেই নেটমাধ্যমে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

জিৎ ও কোয়েলের অনস্ক্রিন পুত্র অংশু এখন কোথায়

রণবীর সিং তো কথায় কথায় দীপিকা পাড়ুকোনকে ‘বেবি’, ‘বেবি’ করতে থাকেন, তবে একটা গুজরাটি নিক নেমও রেখেছেন। যা একদিন তিনি নিজেই ফাঁস করেছিলেন। আর তা হল ‘নুসকি’। আর দীপিকা বরকে ডাকেন ‘ক্যান্ডি’ নামে।