সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে সড়কে সাইড দেয়ার মতো তুচ্ছ ঘটনার জেরে এক ভ্যান চালককে প্রকাশ্যে চর-থাপ্পর মেরেছেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দেুল কাদের।

শনিবার (০৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ সদর থানা রোডে জিন্নত রাবেয়া প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী ভ্যান চালক পেশায় একটি তামাক কোম্পানীর সিগারেটের ডেলিভারিম্যান হিসেবে কর্মরত রয়েছেন। শ্রমিক দল সভাপতি আব্দুল কাদেরের কাছে শারীরিক লাঞ্চিত হওয়ার পর সে দ্রুত তার ভ্যান নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। ফলে তার নাম ঠিকানা জানাতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভ্যান চালক মানিকগঞ্জ খালপাড় এলাকা থেকে থানা রোড দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এসময় উল্টো দিক থেকে দুইটি প্রাইভেট কার যাচ্ছিল। এ কারণে সামান্য যানজট লেগে যায়। সেসময় শ্রমিক দল সভাপতি মো. আব্দেুল কাদের পেছন থেকে একটি রিকশায় করে তার বাসায় যাচ্ছিলেন। যানজটের কারণে তার রিকশা সামনে যেতে পারছিল না। তখন রিকশায় বসেই তিনি ভুক্তভোগী ওই ভ্যান চালককে গালাগালি দেন এবং দিয়ে সাইড দিতে বলেন। ভ্যান চালক তার ভ্যান নিয়ে সামান্য এগিয়ে যান এবং রাস্তার বাম পাশে ভ্যানের গতি কমিয়ে গালাগালির প্রতিবাদ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে তাকে ভ্যান থেকে নামিয়ে বেধরক চর-থাপ্পর মারতে থাকেন আব্দুল কাদের। এসময় স্থানীয়রা এগিয়ে এসে ওই ভ্যান চালককে উদ্ধার করেন এবং দ্রুত সেখান থেকে চলে যেতে বলেন। ওই ভ্যান চালক আব্দুল কাদেরের কাছে পা ধরে ক্ষমা চেয়েছে। তবুও রক্ষা পায়নি সে।
ঘটনার পর ভুক্তভোগী ভ্যান চালক তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করায় তার মন্তব্য জানা যায়নি।
বিষয়টি নিয়ে মানিকগঞ্জ জেলা শ্রমিক দল সভাপতি আব্দুল কাদের জানান, বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে আমি একটু শাসন করেছি। ভবিষ্যতে যেন আজেবাজে কথা না বলে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
তবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ হোক বা যেকোন ধরনের মানুষ হোক, তার মত একজন নেতার এমন আচরণ করা ঠিক হয়নি। একজন ভ্যান চালক তার কাজ বাদ দিয়ে বেগম খালেদা জিয়া ও বিএনপি নিয়ে বাজে মন্তব্য করবে এটা বিশ্বাসযোগ্য নয়। আর একটা সংগঠনের দায়িত্বশীর পদে থেকে এরকম তুচ্ছ ঘটনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির নাম ভাঙিয়ে মন্তব্য করা আব্দুল কাদেরের ঠিক হয়নি। এটাও এক ধরনের অপরাধ। তার বিরুদ্ধে কেন্দ্র থেকে কোন নির্দেশনা আসলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিব। আর কেন্দ্র থেকে যদি নির্দেশনা না ও আসে আমরা জেলার নেতৃবৃন্দ বসে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।