ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ হোসেনের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী হিসেবে আলোচনায় এসেছেন বামজোট মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। গত বছরের ৩০ জুলাইয়ের ভাঙা কাঁচের ছবি পোস্ট করেছিলেন তিনি, সম্প্রতি সে ছবি নিয়ে উঠেছে বিতর্ক। এবার এ বিতর্কের জবাব দিলেন ফাহমিদা।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) করা এক সংবাদ সম্মেলনে বি এম ফাহমিদা আলম বলেন, ‘আমার শেয়ার করা ছবিটি মেট্রোরেলের নয়। ছবিটি গত বছরের মে মাসে চারুকলায় তোলা। এর ভেতর প্রকৃতির একটি রিফ্লেকশন রয়েছে। আমি শিল্পী হিসেবে ছবি তুলি, আর্ট ভালোবাসি। ভাঙা কাঁচ দিয়ে হৃদয় ভাঙাকে বোঝাতে চেয়েছি। তখন অনেক মানুষ মারা যাচ্ছিল, সেই পরিস্থিতির সঙ্গে ছবিটি যুক্তিযুক্ত ছিল। এটা আমার নিজস্ব প্রতিবাদ। ছবিটি আমার কাছে ভালো লেগেছিল তাই শেয়ার করেছি।’
জুলাই আন্দোলনের সময় ফেসবুক প্রোফাইল পিকচার লাল না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রোফাইল লাল না থাকায় আমাকে বিরোধী ভাবা হয়েছে। এটি এক ধরনের সোশ্যাল ফ্যাসিবাদ। প্রোফাইল লাল না করলে কেউ আন্দোলনের বিপক্ষে ধরে নেওয়া একধরনের মুর্খতা। ফ্যাসিবাদের আরেকটা রূপ।’
ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির মনোনীত প্রার্থী এস এম ফরহাদ হোসেনের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রসঙ্গে ফাহমিদা আলম বলেন, ‘এস এম ফরহাদ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের পদে ছিলেন। তার কোনো পদত্যাগের প্রমাণ পাওয়া যায়নি। তিনি স্পষ্ট করেননি পদত্যাগ করেছেন কি না, সেই জায়গা থেকেই রিটটি করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।