বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। তার বোন অভিনেত্রী শমিতা শেঠি। ব্যক্তিগত জীবনে বলিউড অভিনেতা-মডেল রাকেশ বাপাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ সময় পর ভাঙা সেই প্রেম নিয়ে মুখ খুললেন শমিতা। সেই সম্পর্ককে ‘জীবনের মুছে ফেলা অধ্যায়’ বলে মন্তব্য করেছেন তিনি।
সালমান খান সঞ্চালিত বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে সম্পর্কে জড়ান রাকেশ-শমিতা। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে শমিতা শেঠি বলেন, “দয়া করে বোঝার চেষ্টা করুন। আপনি যখন একটি ঘরের ভিতরে এতদিন বন্দি থাকেন, তখন এ রকম সম্পর্ক তৈরি হওয়া খুব স্বাভাবিক। কারণ তখন আপনি মানসিকভাবে দুর্বল থাকেন, ফলে কারো কাছ থেকে সাপোর্ট খুঁজেন। সেই মুহূর্তে আপনাকে যে সঙ্গ দেয়, সেটাই তখন স্বাভাবিক মনে হয়।”
এই সম্পর্ককে ‘মুছে ফেলা অধ্যায়’ বলে মনে করে শমিতা। তার ভাষায়—“তবে বাইরের দুনিয়ায় আমরা একসঙ্গে থাকতাম না। কারণ আমরা দুজনেই একেবারে আলাদা ধরনের মানুষ। এখন এটি আমার জীবনের মুছে ফেলা একটি অধ্যায়।”
সময়ের সঙ্গে সঙ্গে শমিতা শিখেছেন নিজের মানসিক শান্তিকে কীভাবে অগ্রাধিকার দিতে হয়। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি মনে করি, এটি খুব স্বাভাবিক। সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝতে শিখবেন, আপনার সঙ্গে কী খাপ খায়, আর কী খায় না।”
খানিকটা ব্যাখ্যা বরে শমিতা শেঠি বলেন, “আপনি আর আপস করতে চান না। স্বাধীন কর্মজীবী নারী হিসেবে, আমি শুধু একাকিত্বের জন্য নিজের শান্তি বিসর্জন দিতে রাজি নই। অনেকেই একাকিত্বে পড়ে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু আমার ক্ষেত্রে, নিজে একা থেকে সুখী হতে পারাটা একটা সময় পর সম্ভব হয়েছে। তবে সেটা সহজ ছিল না।”
২০২২ সালের ২৬ জুলাই ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট পোস্ট করেন শমিতা। আর এই নোটে রাকেশের সঙ্গে তার বিচ্ছেদের ঘোষণা দেন। শমিতা শেঠি লিখেছিলেন—“আমার মনে হয় এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া ভালো— আমি আর রাকেশ আর একসঙ্গে নেই। অনেকদিন ধরেই আলাদা। কিন্তু এই মিউজিক ভিডিও সেই সমস্ত মিষ্টি ভক্তদের জন্য যারা আমাদের ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন। আপনারা আমাদের একসঙ্গে যতটা ভালোবাসা দিয়েছেন, আশা রাখছি আলাদা আলাদাভাবে ততটাই দেবেন। সবার জন্য ভালোবাসা আর সম্মান।”
BMW i5 xDrive40 : দ্বৈত মোটরে আরও শক্তিশালী পারফরম্যান্স, আসছে সেরা ইলেকট্রিক গাড়ি
‘মহব্বতে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শমিতা। এরপর ‘বেওয়াফা’, ‘ক্যাশ’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। পাশাপাশি টিভি রিয়েলিটি শো করেছেন তিনি। অন্যদিকে, ‘তুম বিন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাকেশের। তবে প্রথম সিনেমার খ্যাতি ধরে রাখতে পারেননি। পরবর্তী সময়ে কয়েকটি সিনেমা ও টিভি ধারবাহিকে দেখা যায় এই অভিনেতাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।