‘ভাঙন’ দিয়েই পর্দায় ফিরছেন মৌসুমী

মৌসুমী

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমী তার দীর্ঘ ক্যারিয়ারে দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল যে দীর্ঘদিনের সংসার ভাঙছে এই অভিনেত্রীর। তবে গুঞ্জনের খাতা বন্ধ করে দিব্যি চুটিয়ে সংসার করছেন চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে।

মৌসুমী

সম্প্রতি ‘ভাঙন’ সিনেমার কাজ শেষ করেছেন মৌসুমী। আগামী ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমা পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন।

সিনেমার গল্পে উঠে এসেছে একটি পুরোনো রেলস্টেশনকে কেন্দ্র করে। যেখানে উঠে এসেছে হকার, বংশীবাদক, চুড়িওয়ালি, ভিখারি, পকেটমার, যৌনকর্মী, দালাল, মাদকসেবীসহ কতিপয় ক্ষুদ্র ব্যবসায়ীর যাপিত জীবনের কথা। সিনেমাটিতে একজন চুড়িওয়ালি জুলির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। এর আগে গত বছর তার অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। প্রায় ৯ বছর পর এ অভিনেত্রীকে বড় পর্দায় দেখা গিয়েছিল ওই সিনেমার মধ্য দিয়ে।

এই জিনিস হারালে জীবনে ব্যর্থতা আসবে

মৌসুমী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী, তাবিব শাহেদ, রেজাউল রাজু, বুলবুল আহমেদ জয়, চাঁন মিয়া সিকদার, এস এম রাশেদ, আনিসুর রহমান, আসকার পাইন, রাশেদ রেহমান, আব্দুর রাজ্জাক খোকন, শিশুশিল্পী রাণী, মির্জা সাখাওয়াত হোসেন প্রমুখ।