মাত্র ১৫ মিনিটে ঘরেই যেভাবে বানাবেন ভ্যানিলা আইসক্রিম

মাত্র ১৫ মিনিটে ঘরেই যেভাবে বানাবেন ভ্যানিলা আইসক্রিম

লাইফস্টাইল ডেস্ক : গরমের পারদ যখন ৪০ ছুঁইছুঁই তখন আইসক্রিমই (Vanilla icecream recipe) একমাত্র খাবার যাতে শান্তি পায় প্রাণ মন। তবে এই রোদে আইসক্রিম খাওয়ার জন্য বাইরে বেরোতেও যেন আলস্য!

মাত্র ১৫ মিনিটে ঘরেই যেভাবে বানাবেন ভ্যানিলা আইসক্রিম

সেক্ষেত্রে ঘরে বানানো আইসক্রিমই হতে পারে ক্রেভিং মেটানোর একমাত্র উপায়। আর সবচেয়ে সংক্ষেপে বানানোর জন্য ভ্যানিলা আইসক্রিমের বিকল্প কিছু হতেই পারে না।

মাত্র ১৫ মিনিটে বানানো যেতে পারে ভ্যানিলা আইসক্রিম। তাঁর জন্য অনুসরণ করতে হবে এই রেসিপিটি।

প্রথমে কড়াইতে ঘন সর যুক্ত দুধ ফোটাতে হবে। এরপর একটা পাত্রে কাস্টার্ড পাউডার এবং গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা দুধ ঢেলে ফের ফেটাতে হবে মিশ্রণটি। এরপর ফুটন্ত দুধে মেশাতে হবে চিনি। পরবর্তী ধাপে কাস্টার্ড মিশ্রণটি ঢেলে দিতে হবে দুধে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে ভালোভাবে কাস্টার্ডের মিশ্রণটি মেশে দুধের সঙ্গে।

এরপর নামিয়ে ঠাণ্ডা হতে দিতে হবে আইসক্রিম। ঠাণ্ডা হয়ে এলে ফ্রেশ ক্রিম এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি জমাট বাঁধার জন্য ফ্রিজে রাখতে হবে। জমে গেলে ফ্রিজ থেকে বের করে খেয়ে ফেলুন ভ্যানিলা আইসক্রিম।