আন্তর্জাতিক ডেস্ক : গাড়ি ভাড়া করে ব্যাংক লুট করে আবার ওই গাড়িতেই বাড়ি ফিরলেন এক ব্যক্তি। ব্যাংকে ঢোকার আগে ওই গাড়িচালককে অপেক্ষা করতে বলেছিলেন তিনি। জানিয়েছিলেন, একটু পরই কাজ শেষ হয়ে যাবে আর তার গাড়িতেই বাড়ি ফিরবেন তিনি। তবে অবশেষে ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের মিশিগানের। পুলিশ জানিয়েছে, জেসন ক্রিস্টমাস নামের এক ব্যক্তি মোবাইলের অ্যাপ থেকে ক্যাব ভাড়া করেছিলেন ব্যাংকে যাবেন বলে। তিনি ব্যাংকে ঢোকার আগে ওই গাড়িচালককে অপেক্ষা করতে বলেন। ব্যাংক থেকে টাকা-পয়সা নিয়ে ধীরেসুস্থে ওই গাড়িতে উঠে বাড়িও চলে যান তিনি।
সাউথফিল্ড পুলিশ এ ঘটনাকে ‘অভিনব অপরাধ’ বলে অভিহিত করেছে। এ ছাড়াও পুলিশ জানিয়েছে, ওই গাড়িচালক ভেবেছিলেন ব্যাংকের কোনো কাজ নিয়েই জেসন তার গাড়িতে উঠেছেন। তার এই লুটের পরিকল্পনার কথা ঘুণাক্ষরেও টের পাননি তিনি।
গণমাধ্যম থেকে জানা যায়, গাড়ি থেকে নেমে ব্যাংকে ঢোকার সময় মুখে মাস্ক পরে নেন জেসন। ব্যাংকে ঢুকেই অন্য মূর্তি ধরেন। বন্দুক তাক করে কর্মীদের কাছে টাকা চান। ‘কাজ’ শেষ করে আবার ধীরেসুস্থে ভাড়া করা গাড়িতে গিয়ে বসেন তিনি। এর মধ্যেই অ্যালার্মের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
ব্যাংকের কর্মীদের মুখে পুরো ঘটনা শুনে তাজ্জব হয়ে যান পুলিশ কর্মকর্তারা। শুরু হয় সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে চিহ্নিত করার কাজ। ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে যাওয়া ওই গাড়ির পিছু নেয় পুলিশ। ঠিক বাড়ি ঢোকার আগে অপরাধীকে হাতেনাতে ধরে ফেলে তারা।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘দীর্ঘ ছুটির সময় আসছে। দেখা গেছে এই সময় অপরাধের সংখ্যা বেড়ে যায়। তবে এই ব্যক্তির ডাকাতির পরিকল্পনাই অন্য রকম।’ জেসনকে ডাকাতির অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে তিনি এই কাজ করতে গিয়েছিলেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।