লাইফস্টাইল ডেস্ক : বিশ্বে প্রায় ২৭ কোটি মানুষ মানসিক উদ্বেগজনিত সমস্যায় আক্রান্ত। মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে কাজে যেমন মন বসেনা তেমনি কোন কাজই ঠিকঠাক হয় না। মানসিক অবসাদ, ভয়, কাজে অনীহা ইত্যাদি এই রোগের লক্ষণ। তাই মানসিক সুস্থতায় ক্রমেই বাড়ছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব।
মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সঙ্গীর কোন বিকল্প নেই। সমস্যা শেয়ার করা বা সমাধানে একজন সঙ্গী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেক সময়ই দেখা যায় একজন সঙ্গীর অভাবে অনেকেই শেয়ারিং বিষয়টা থেকে দূরে থাকেন।
কেউ আবার আশেপাশে পরিচিত অনেকেই থাকলেও ঘনিষ্ঠতা বা বিশ্বস্ততার কারনে শেয়ার করেন না।
এই সমস্যার সমাধান আনল ভারতের বেঙ্গালুরু। সেখানে একটি ওয়েবসাইট চালু হয়েছে যেখানে আপনি চাইলে অনলাইনেই পেতে পারেন সঙ্গীর খোঁজ।এই সঙ্গী কারও জীবনসঙ্গী হবেন না। এক জন বন্ধুর মতো আপনার সুখ দুঃখের সব কথা আপনি ভাগ করে নিতে পারেন অনলাইনের এই বন্ধুর সঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।