ভারত বাংলাদেশের বন্ধু, প্রমাণ হোক তিস্তার পানিবণ্টন চুক্তি সই করার মধ্য দিয়ে!

ভারত বাংলাদেশে

জুমবাংলা ডেস্ক : তিস্তার পানিবণ্টন চুক্তি সই করার মধ্য দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে বলেছে বাংলাদেশ।

ভারত বাংলাদেশে

চলতি সপ্তাহে বৈঠক হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে। সেখানে তিস্তার জট খুলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে অনুরোধ করেছেন তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, দুই দেশের সম্পর্ক আরো ভালো হওয়া দরকার। জবাবে জয়শঙ্কর বলেছেন, আমাদের সম্পর্ক খারাপ হয়নি, এটা নিয়ে চিন্তার কিছু নেই।

দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার দ্রুত সমাধানে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ। এক্ষেত্রে তিস্তার পানিবণ্টন চুক্তি সই করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ভারতকে।

তিস্তার জট খোলা খুব কঠিন হবে না। আর এটি হলে বাংলাদেশে অনেক বড় প্রভাব পড়বে। মানুষ বিশ্বাস করবে ভারত বাংলাদেশের বন্ধু। প্রায় এক দশকের বেশি সময় তিস্তার পানিবণ্টন চুক্তি আটকে আছে। বহুল প্রত্যাশিত এই চুক্তি কোনোভাবেই ভাঙছে না।

৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর তিস্তা নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার।

এই রমজানে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন ৯ উপায়ে

সম্প্রতি তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। তারা তিস্তায় নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ করেছেন।