জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিল। ভারত থেকে যে নির্দেশ পেত, সেভাবেই এ দেশে সব ধ্বংস করেছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সদস্য সচিব আরিফ সোহেলসহ সংগঠনটির নেতাদের গাড়িতে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভারত হচ্ছে জঙ্গিবাদের আস্তানা। ভারত জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে আমরা জঙ্গি মনে করি। ভারত যদি তাদেরকে সহায়তা করে, তাহলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ হবে কিনা তা বুঝে নেওয়ার সময় এসেছে।’
বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর আক্রমণগুলোকে সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা বলে মনে করেন এই আহ্বায়ক। এ নিয়ে বলেন, ‘আক্রমণকারীদেরকে ধরার মতো কোনও কার্যক্রম চোখে পড়েনি।’
৫ আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্যদের মারা হয়নি দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তারাই এখন আমাদের ওপর আক্রমণ করছে।’
তিনি বলেন, ‘যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি তারাই সংখ্যালঘু। সংখ্যালঘু কার্ড নিয়ে যদি সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার কথা ভাবা হয়, তাহলে ভুল ভাবছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।