আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে হঠাৎ করেই সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর ভারত সফরে এসেছেন। বৃহস্পতিবার সকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বুধবার দিবাগত রাতে তিনি ভারত সফরে আসেন। খবর হিন্দুস্তান টাইমসের।
এছাড়া পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ভারত সফরে এসেছেন। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর।
এর পর সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক সংক্ষিপ্ত বার্তায় জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। তাদের মধ্যে কী কী বিষয়ে আলাপ হয়েছে, তা এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর লিখেছেন, ‘সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইরের সঙ্গে বৃহস্পতিবার সকালে ভালো একটি বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেছি।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের দৃঢ় অবস্থান’ বলতে জয়শঙ্কর মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলাকে বুঝিয়েছেন।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ভারত-ইরান দ্বিপক্ষীয় যৌথ কমিশনের বৈঠকে জয়শঙ্করের সঙ্গে সহসভাপতিত্ব করেন।
উল্লেখ্য, ইসলামাবাদ-নয়াদিল্লির উত্তেজনার মধ্যেই গত সোমবার পূর্বঘোষণা ছাড়াই পাকিস্তান সফর করেন আব্বাস আরাগছি। সেখানে তিনি ইসলামাবাদের নেতৃত্বের সঙ্গে পরামর্শ করেন। এরপর তিনি তেহরানে ফিরে যান। সেখান থেকে বুধবার নয়াদিল্লিতে আসেন।
ভারত পাকিস্তান যুদ্ধ
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.