আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেছেন, ভারতের ২০টি যুদ্ধবিমান ভূপাতিত করতে পারত পাকিস্তান। কিন্তু তা না করে আমরা সংযম দেখিয়েছি। কারণ ইসলামাবাদ সব সময় আত্মরক্ষার জন্য কাজ করে। খবর জিও নিউজ
পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী নয় সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বর্তমানে দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সফরের উদ্দেশ্য হলো- সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের বিবৃতির বিরোধিতা করা এবং আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরা।
সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে রয়েছে- হিনা রব্বানি খার, শেরী রহমান, ড. মাকসুদ মালিক, কুররাম দস্তগির খান, জলিল আব্বাস জিলানি, তাহমিনা জানজুয়া, বুশরা আনজুম ভুট্টো এবং সৈয়দ ফয়সাল সাবজওয়ারি।
বুধবার নিউইয়র্কে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ৩৬ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় পাকিস্তান বিমান বাহিনী ‘২০টি ভারতীয় বিমানকে টার্গেট করে’।
তিনি বলেন, ‘পাকিস্তান একটি পরিণত পারমাণবিক শক্তি হিসেবে অত্যন্ত দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখিয়েছে। চাইলে আমরা ২০টি বিমান ভূপাতিত করতে পারতাম। কিন্তু পাকিস্তান বিমান বাহিনী আত্মসংযম দেখিয়েছে। সামরিক উচ্চকমান্ড তাদের যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি প্রমাণ করেছে এবং শুধুমাত্র সেই ছয়টি বিমানকে লক্ষ্যবস্তু করেছে, যারা পাকিস্তানে বোমা ফেলে পালিয়েছিল।’
তিনি বলেন, আগ্রাসনের কোনো ইচ্ছা পাকিস্তানের ছিল না; বরং ভারতের হামলার পর আত্মরক্ষার্থেই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পাকিস্তান।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের পক্ষ থেকে ভারতের ভূখণ্ডে যে পাল্টা হামলা চালানো হয়েছে, তা শুধুমাত্র তখনই করা হয়েছে যখন ভারত প্রথমে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী, আত্মরক্ষার অধিকার আমাদের রয়েছে।’
বিলাওয়াল বলেন, ‘দুঃখজনকভাবে, আজ বিশ্ব আরও অনিরাপদ হয়ে উঠেছে, যার মূল কারণ হচ্ছে ভারতের মে মাসের শুরুতে নেয়া কর্মকাণ্ড।’
আরও পড়ুন:
রাশিয়াকে নিঃশর্তভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন কিম
পাকিস্তানে গুলি করে হত্যা করা কে এই টিকটকার সানা ইউসাফ
পাকিস্তান পিপলস পার্টির এই চেয়ারম্যান বলেন, ৭ মে ভারত হামলা চালিয়ে পাকিস্তানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে, যার মধ্যে মসজিদ, বাঁধ ও জ্বালানি স্থাপনাও।
তিনি বলেন, ওই হামলায় নারী ও শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
গত ২২ এপ্রিল ভারতের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। এতে পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। কিন্তু ইসলামাবাদ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.