আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের অন্তত দুটি মসজিদ লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জিও টেলিভিশনের বরাতে জানায়, ‘দেশটির সামরিক মুখপাত্র জানান, ভারতের হামলায় যেসব স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে দুটি মসজিদ রয়েছে।’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, ‘ভারত যেসব স্থানে হামলা চালিয়েছে, সেগুলো সবই বেসামরিক এলাকা। কোনো সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো সেখানে নেই।’ তিনি আরও বলেন, ‘ভারতের দাবি যে তারা সন্ত্রাসী শিবিরে হামলা চালিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা।’
গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংস ঘটনায় ২৬ জন নিহত হন। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং পাল্টা প্রতিশোধের ঘোষণা দেয়। তবে পাকিস্তান ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং ভারত হামলার পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল।
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।