ভারতের হরিয়ানায় মৃত ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে দুর্ঘটনায় আহত ৩

bike accident

জুমবাংলা ডেস্ক : ভারতের হরিয়ানায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েন এক যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। রাস্তায় পড়ে থাকে তাঁর দেহ। সেই সময় ওই রাস্তা ধরেই তিন যুবক যাচ্ছিলেন। পুলিশ খবর না দিয়ে যুবকের বাইক চুরি করে পালানোর চেষ্টা করেন। কিন্তু সেই বাইকেই দুর্ঘটনার কবলে পড়ে আহত হন তিন যুবক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে

bike accident

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম বিকাশ। তিনি গুরিগ্রামে কলসেন্টারের কর্মী। কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তার বাইক পিছলে যায়। মাথায় গুরুতর চোটের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। দুর্ঘটনাটি ঘটে রাত ৩টায়। স্বাভাবিক ভাবেই রাস্তায় যানবাহন এবং পথচারী একবারেই কম ছিল।

পুলিশ জানিয়েছে, সেই সময়ে ওই রাস্তা ধরে যাচ্ছিলেন উদয় কুমার, টিঙ্কু এবং পরমবীর নামে তিন যুবক। বিকাশকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেও তারা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেননি, এমনকি পুলিশেও কোনও খবর দেননি। বরং বিকাশকে ওই অবস্থায় ফেলে রেখে তার বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারাও বাইকসমেত পিছলে পড়ে গুরুতর আহত হন।

গেতাফের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা

পুলিশ আরও জানিয়েছে, একই সময়ে তাদের কাছে দুর্ঘটনার ফোন আসে দু’টি পৃথক জায়গা থেকে। খবর পেয়ে পুলিশ দু’টি দুর্ঘটনাস্থলেই যায়। কিন্তু বিকাশকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। অন্য দিকে, ওই দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই তিন যুবককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। তখন পুলিশ জানতে পারেনি আসল ঘটনা কী। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই স্তম্ভিত হয়ে যায় তারা। আহত অবস্থায় যে তিন যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তারা অন্য একটি দুর্ঘটনায় মৃত যুবকের বাইক চুরি করে পালাচ্ছিলেন।