আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাই উপকূলে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট ও যাত্রীবাহী ফেরি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নৌবাহিনী কর্মকর্তা এবং মূল যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দুই প্রতিনিধি রয়েছেন। ইঞ্জিন পরীক্ষার সময় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারালে এই সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বুধবার বিকেল ৪টায় কারাঞ্জা উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে। নীল কমল নামের ওই ফেরিটি মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপের উদ্দেশে যাত্রা করছিল। ফেরিটিতে ১১০ জন যাত্রী ছিলেন এবং নৌবাহিনীর স্পিডবোটে পাঁচজন ছিলেন।
দুর্ঘটনায় ফেরির ১০ জন যাত্রী নিহত হন। তবে বাকি ১০২ জন যাত্রী এবং নৌবাহিনীর স্পিডবোটের দুজন বেঁচে গেছেন। দুর্ঘটনার দুই ঘণ্টা পর সংঘর্ষের ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওটি ফেরি থেকে ধারণ করা হয়েছিল। ভিডিওতে স্পিডবোটটিকে ফেরির সঙ্গে তীব্র গতিতে সংঘর্ষ করতে দেখা গেছে।
প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ফেরিটি ডুবে যেতে শুরু করেছে। তবে তখন দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে বলেছেন, মুম্বাই বন্দরে যাত্রীবাহী ফেরি এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজের সংঘর্ষে মূল্যবান জীবনহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।
উদ্ধারকাজে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড অংশ নেয়। দুর্ঘটনাস্থলে নৌবাহিনীর ১১টি জাহাজ, মেরিন পুলিশের তিনটি নৌকা এবং কোস্টগার্ডের একটি নৌকা মোতায়েন করা হয়।
অভিযানে চারটি হেলিকপ্টারও ব্যবহার করা হয় বলে এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন। পুলিশ, জওহরলাল নেহরু পোর্ট কর্তৃপক্ষের কর্মী ও স্থানীয় জেলেরা উদ্ধারকাজে অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।