বিনোদন ডেস্ক: কঠিন এক সময় অতিক্রম করেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। কিছু দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তার বাবা ডেভিড ধাওয়ান। এদিকে বরুণের নতুন মুভি ‘যুগ যুগ জিও’ প্রায় মুক্তির কাছাকাছি ।
একদিকে বাবার শারীরিক অবস্থা সেই সঙ্গে সিনেমার কাজ। সব মিলিয়ে হিমশিম অবস্থা হয় বরুণের। বাবা ডেভিড ধাওয়ান যখন হাসপাতালে তখন সিনেমার শুটিংয়ের জন্য বিদেশে ছিলেন বরুণ।
সেই সঙ্গে সিনেমাটির প্রচারকাজে তুমুল ব্যস্ত ছিলেন এই অভিনেতা। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকা সত্ত্বেও দায়িত্বে আটকে ছিলেন বরুণ। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বরুণ জানান, ‘বাবার অসুস্থতার সময়ে তাকে সময় দেওয়া, তার পাশে থাকা বেশ কঠিন ছিল বরুণের জন্য।
তবে শুটিংয়ের ফাঁকেও সবসময় বাবার খোঁজখবর রেখেছেন তিনি।’ বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পরিচালক ডেভিড ধাওয়ান। টানা সাত দিন ছিলেন হাসপাতালে। একদিকে বাবা অন্যদিকে দায়িত্ব সবটাই সামলে উঠেছেন এই অভিনেতা।
বরুণ-কিয়ারার জুটিবদ্ধ নতুন সিনেমা ‘যুগ যুগ জিও’। এটি প্রযোজনা করেছেন করণ জোহর। ২৪ জুন মুক্তির অপেক্ষায় আছে মুভিটি। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, নীতু কাপুর।
সিনেমায় বরুণের বাবার ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর। এ সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর পর বড়পর্দায় ফিরছেন নীতু কাপুর। এর আগে ‘বেশরম’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। পরিবারকে কেন্দ্র করেই আবর্ত হয়েছে ‘যুগ যুগ জিও’ সিনেমার গল্প।
সিনেমাটি নির্মাণ করেছেন রাজ মেহতা। এর আগে ‘গুড নিউজ’ সিনেমাটি নির্মাণ করেছিলেন তিনি। ২০২০ সালের নভেম্বরে শুরু হয়েছিল ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিং। করোনার কারণে একাধিকবার কাজ বন্ধ হয়ে যাওয়ার পর অবশেষে সব কাজ শেষ হওয়ায় এবার মুক্তির দিন গুনছেন সিনেমাটির সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: ই-টাইমস
অন্ধকারে বুক চেপে ধরেছিল লোকটা, যৌ’ন হেনস্থার কথা প্রকাশ্যে বলেছেন যে জনপ্রিয় তারকারা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।