বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধওয়ান। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করেনিয়েছেন তিনি। ২০২১ সালে ভালোবেসে বিয়ে করেন পোশাকশিল্পী নাতাশা দালালকে। বুধবার (২৪ জানুয়ারি) ছিল বরুণ-নাতাশার তৃতীয় বিবাহবার্ষিকী। আর এদিনই স্বামীকে বোমা ফাটালেন নাতাশা।
বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বরুণ। পাশাপাশি তিন বছর আগে নাতাশাকে কীভাবে প্রেম নিবেদন করেছিলেন, সেটাও খোলসা করেছেন এই অভিনেতা।
জানা গেছে, শৈশব থেকেই বরুণ-নাতাশার মধে ভালো বন্ধুত্ব রয়েছে। কিন্তু অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েকবার প্রেম নিবেদন করে ব্যর্থ হন বরুণ। পরে শেষ পর্যন্ত রাজি হন নাতাশা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বরুণ বলেন, নাতাশা আমাকে তিন-চার বার না বলেছিল। কিন্তু আমি হাল ছাড়িনি। বাকিটা সকলেরই জানা।
বুধবার বিবাহবার্ষিকীর দিন ইনস্টাগ্রামে নাতাশার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন বরুণ। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, আনন্দের তৃতীয় বিবাহবার্ষিকী। সাড়ে তিন বছর আগে তোমাকে যখন প্রেম নিবেদন করি, তখন নেপথ্যে মার্ক অ্যান্থনির গান বাজছিল।
ওই ছবিতে দেখা যায়, সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। ছবির ক্যাপশনে অতীতের স্মৃতি চারণ করেন বরুণ। সঙ্গে এটাও জানান নাতাশাকে কীভাবে প্রেম নিবেদন করেছিলেন তিনি।
‘তু চিজ লাজওয়াব’, গানে সমস্ত রেকর্ড ভাঙলেন স্বপ্না চৌধুরী, দেখুন তাঁর নাচ
প্রসঙ্গত, বর্তমানে ‘ভিডি এইট্টিন’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বরুণ। অ্যাটলি পরিচালিত এই সিনেমায় বরুণ ছাড়া আরও রয়েছেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গব্বি। সম্প্রতি মহরত অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির। শিগগিরই শুরু হবে এর শুটিং।
সূত্র : আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।