অনস্ক্রিন ভাসুরের সঙ্গে উদ্দাম ড্যান্স দিলো সৌমিতৃষা

ড্যান্স

বিনোদন ডেস্ক : ভাসুর সোমের সঙ্গে ফের রিল ভিডিওতে দর্শকদের নজর কাড়লেন মিঠাই রানী ওরফে সৌমিতৃষা কুন্ডু। সিরিয়ালের পর্দায় মিঠাই রানী সবেমাত্র সুস্থ হয়ে ফিরেছেন মনোহরায়। যদিও এখনও সে বেশ দুর্বল। কিন্তু তা সবটাই স্ক্রিপ্টেড।

ড্যান্স

তবে বাস্তবে দাঁড়িয়ে সৌমিতৃষার এনার্জি হার মানাতে পারে বড় বড় তারকাদেরও। টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। ৪৩ সপ্তাহ ধরে শীর্ষ তালিকায় জায়গা দখল করেছিল এই ধারাবাহিক।

মাঝে খানিকটা সময় খেই হারালেও ফের স্রোতে ফিরেছে ধারাবাহিক। মিঠাই চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু । এর আগে কয়েকটি ধারাবাহিকে অভিনয় করলেও এই সিরিয়াল দিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছান অভিনেত্রী। সিরিয়ালের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও যথেষ্ট এক্টিভ সৌমিতৃষা।

মাঝে মধ্যেই ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। আর এবারেও তাঁর ব্যাতিক্রম হয়নি। ভাসুর সোমের সঙ্গেই ফের একবার রিল ভিডিওতে নজর কাড়লেন অভিনেত্রী। এর আগেও ধ্রুব ওরফে সোমের সঙ্গে রিল ভিডিওতে নেটিজেনদের নজর কেড়েছেন সৌমিতৃষা। সম্প্রতি তাদেরকে ট্রেন্ডিং গানে নাচতে দেখা যাচ্ছে।

ট্রেন্ডিং এই গানের তালে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি অনেকেই কোমর দুলিয়েছেন। আর সেই তালিকায় এবার নাম জুড়লো সৌমিতৃষা ও ধ্রুবর। ভিডিওতে সোমের পরনে রয়েছে কালো রঙের শার্ট ও নীল রঙের জিন্স।

এমনকি সৌমিতৃষার পরনে রয়েছে কালো রঙের টপ ও জিন্স। ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে ‛অনেকদিন পর আবার ডান্স পার্টনারের সঙ্গে’। ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একের পর এক প্রশংসায় ভরিয়েছেন।

নিশিন্দা পাতার যত গুণ

অভিনেত্রী অদৃজা আগুনের ইমোজি দিয়েছেন। এমনকি কেউ লিখেছেন ‛দূর্দান্ত’। আবার কেউ হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন অভিনেত্রীর কমেন্ট বক্স। সম্প্রতি ধ্রুবও সৌমিতৃষার রিল ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেট মাধমে।